1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেঁচে থাকার আরেক মন্ত্র

১০ এপ্রিল ২০১৩

‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই৷’ এ কিন্তু সবারই মনের কথা৷ কিন্তু হৃদযন্ত্র আর কাজ না করলে বাঁচবেন কি করে? কেন, কৃত্রিম হৃদযন্ত্র তো আছেই! জার্মানিতে কৃত্রিম হৃদযন্ত্রের চাহিদা বেড়েই চলেছে৷

https://p.dw.com/p/18CV8
Die undatierte Grafik veranschaulicht die Funktion eines neuartigen Mini-Kunstherzens, das Ende Juli einer 50-Jährigen von Heidelberger Herzchirurgen implantiert wurde. Nun unterstützt das 92 Gramm leichte Kunstherz dauerhaft das Herz der Frau und pumpt das Blut aus der geschwächten linken Herzkammer in die Hauptschlagader. Es ist so klein, dass es in den Herzbeutel eingebettet wird. Frühere Pumpen wogen mehr als ein Kilogramm und passten nicht in den Brustkorb. Bei dem Mini-Kunstherz handelt es sich den Angaben zufolge um die fünfte Generation des sogenannten DeBakey-Herzens. Dieses war in den 90er Jahren in Zusammenarbeit mit der US-Raumfahrtbehörde NASA von dem Herzspezialisten Michael DeBakey entwickelt worden. Foto: Micromed dpa/lsw (zu dpa lsw 0573 vom 17.08.2009) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

মৃত্যুহার বাড়লে সমস্যা, কমলেও কিন্তু সমস্যা৷ কমার সমস্যার একটা ধরণ হালে জার্মানি খুব বেশি করে দেখছে৷ প্রবীণের সংখ্যা বাড়ছে৷ বয়স যত বাড়ে, শরীরের কলকব্জাও বিকল হতে থাকে৷ স্বাভাবিক এ নিয়মে জার্মানির অনেক প্রবীণেরই হৃদযন্ত্র ঠিকভাবে কাজ করছে না৷ বিশেষ করে যার মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালনের কাজটি হয় বলে মানুষ বেঁচে থাকে, হৃদযন্ত্রের সেই পাম্প নষ্ট হয়ে যাচ্ছে অনেকেরই৷ সেক্ষেত্রে কেউ দান করলেই সমস্যার সমাধান৷ তো এভাবে হৃদযন্ত্রের প্রতিস্থাপনেও দেখা দিয়েছে সমস্যা৷ চাহিদা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে সরবরাহ বাড়ছেনা৷ অঙ্গ দান করার লোক বাড়ছে না, সরবরাহ বাড়বে কি করে?

এ অবস্থায় বাধ্য হয়ে কৃত্রিম পাম্পের দিকে ঝুঁকছেন সবাই৷ ক্যালিফোর্নিয়ার থোরাটেক কর্পোরেশনের তৈরি ‘হার্টমেট টু'-র এখন ব্যাপক চাহিদা৷ ক'দিন আগে হানোফার মেডিকেল স্কুলে হয়ে গেল জার্মানির ইতিহাসে কৃত্রিম পাম্পের এক হাজারতম সংস্থাপন৷ অঙ্গ দান করার মতো কাউকে না পেয়ে বিপদে পড়ে গিয়েছিলেন জ্যান লুকাস হুয়েলবুস৷ কিন্তু মাত্র ৮ সেন্টিমিটার দীর্ঘ একটি যন্ত্র দিব্যি বাঁচিয়ে রেখেছে তাঁকে৷ মাত্র ২৮০ গ্রামের যন্ত্রটি শরীরে যে আছে খুব একটা টেরও পাননা৷ নতুন জীবন পেয়ে লুকাস খুবই খুশি৷

জার্মানিতে হৃৎপিণ্ড সংস্থাপন শুরু হয়েছিল ১৯৮৭ সালে৷ তবে গত বছর থেকে মাত্রা অনেক বেড়েছে৷ এক বছরেই হয়েছে ৮০০টি, অথচ আগের ২৫ বছরে হয়েছিল মাত্র ২০০টি৷

এসিবি/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য