কুর্দি ও ইয়াজিদিদের সঙ্গে উগ্র ইসলামপন্থিদের সংঘর্ষ
৯ অক্টোবর ২০১৪মঙ্গলবার রাতে হামবুর্গ শহরে প্রায় ৪০০ কুর্দি বিক্ষোভকারী আইএস বা আইসিস-এর বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন৷ তারপর তারা এক মসজিদের কাছে সমাবেশ করে৷ তখন আরও প্রায় ৪০০ মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়৷ পুলিশ সূত্র অনুযায়ী তারা সালাফি মুসলিম৷ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে৷ তারপর শুরু হয় সংঘর্ষ৷ রায়ট পুলিশকে হস্তক্ষেপ করতে হয়৷ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছুড়ে ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ দুই দলকে আলাদা করার চেষ্টা করে৷ মূলত তরুণদের দুই দলের অনেকের কাছে লোহার রড, লাঠি ও দা ছিল৷ তাদের পাথর ও বোতল ছুড়তেও দেখা যায়৷ মূল দলদুটিকে আলাদা করা গেলেও ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা আশেপাশের এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে৷
জার্মানির উত্তরের সেলে শহরে কুর্দি ইয়াজিদি ও চেচেন অভিবাসীদের মধ্যেও সংঘর্ষ ঘটেছে৷ তাদের থামাতে পুলিশের অভিযান চালাতে হয়েছে৷ এতে চারজন পুলিশকর্মী ও পাঁচজন বিক্ষোভকারী আহত হয়েছে৷ শহরের মেয়র ও দুই পক্ষের নেতাদের মধ্যস্থতার প্রচেষ্টা বিফল হয়৷ কিন্তু ব়্যাডিকাল ইসলামপন্থিদের প্ররোচনার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে৷
জার্মানিতে বসবাসরত কুর্দি ও ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের তৎপরতা সম্পর্কে গণ-সচেতনতা বাড়াতে গত কয়েক মাস ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে চলেছে৷ সিরিয়ার কোবানি শহরের উপর আইএস জঙ্গিদের হামলা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে৷ মঙ্গলবার বিকালেই হামবুর্গে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে৷ তবে প্রায় ৮০ জন কুর্দি স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্ম অবরোধ করে৷
এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)