1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুর্দিদের ওপর আক্রমণ থামাতে তুরস্ককে কড়া নির্দেশ জার্মানির

১৪ অক্টোবর ২০১৯

রোববার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এরদোয়ানকে বলেন যে সামরিক অভিযান না থামালে উত্তর সিরিয়ায় শক্তিশালী হতে পারে ইসলামিক স্টেট৷

https://p.dw.com/p/3RGGh
Syrien l Militäroffensive der Türkei in der Grenzstadt Tal Abyad
ছবি: AFP/B. Alkasem

উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান অবিলম্বে থামাতে এরদোয়ানকে কড়া বার্তা দেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ দূরভাষ আলাপে এমনটাই বলেছেন ম্যার্কেল, জানিয়েছেন ম্যার্কেলের মুখপাত্র ৷

ম্যার্কেল বলেন, ‘‘সামরিক অভিযান চলমান থাকলে বিশাল সংখ্যক মানুষ ঘর ছাড়তে বাধ্য হবেন৷ সাথে বিঘ্নিত হবে অঞ্চলের শান্তিও৷ এই সুযোগে শক্তিশালী হতে পারেইসলামিক স্টেটও৷''

ম্যার্কেলের আশঙ্কাকে অনেকেই মনে করছে আসন্ন বাস্তব চিত্র হিসাবে৷

অস্ত্র নিষেধাজ্ঞায় শক্তিশালী তুরস্ক?

রবিবারেই ফ্রান্সের সাথে হাত মিলিয়ে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাজারি করেছে জার্মানি৷ বার্লিনের মতামত, জার্মানি থেকে পাঠানো অস্ত্র তুরস্ক ব্যবহার করছে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানে৷ সে কারণেই এমন নিষেধাজ্ঞা৷

কিন্তু তুরস্ক জানাচ্ছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের কোনো ক্ষতি করছে না৷ বরং, আরো শক্তি দিচ্ছে তাদের৷

মার্কিন ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপারও জানিয়েছেন যে উত্তর সিরিয়া থেকে প্রায় এক হাজার সৈন্য প্রত্যাহার করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷

ইতিমধ্যে, কুর্দি সিরিয়ানদের প্রতি মার্কিন সাহায্য় ও সেনা প্রত্যাহারের ফলে সেই অঞ্চলে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা৷ কুর্দি সূত্র জানাচ্ছে, এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মোট ৭৮৫জন ইসলামিক স্টেটপন্থি জেল থেকে পালাতে সক্ষম হয়েছে৷

কুর্দি সিরিয়ানদের একাংশের মতে, মার্কিন সেনা প্রত্যাহার ও বাড়ন্ত তুর্কি আগ্রাসনের সুযোগ নিয়ে আবার উত্তর সিরিয়ায় জোট বাঁধতে পারে ইসলামিক স্টেটপন্থি শক্তিরা৷

এসএস/কেএম (এপি,এএফপি, ডিপিএ)