কুর্দিদের ওপর আক্রমণ থামাতে তুরস্ককে কড়া নির্দেশ জার্মানির
১৪ অক্টোবর ২০১৯উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান অবিলম্বে থামাতে এরদোয়ানকে কড়া বার্তা দেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ দূরভাষ আলাপে এমনটাই বলেছেন ম্যার্কেল, জানিয়েছেন ম্যার্কেলের মুখপাত্র ৷
ম্যার্কেল বলেন, ‘‘সামরিক অভিযান চলমান থাকলে বিশাল সংখ্যক মানুষ ঘর ছাড়তে বাধ্য হবেন৷ সাথে বিঘ্নিত হবে অঞ্চলের শান্তিও৷ এই সুযোগে শক্তিশালী হতে পারেইসলামিক স্টেটও৷''
ম্যার্কেলের আশঙ্কাকে অনেকেই মনে করছে আসন্ন বাস্তব চিত্র হিসাবে৷
অস্ত্র নিষেধাজ্ঞায় শক্তিশালী তুরস্ক?
রবিবারেই ফ্রান্সের সাথে হাত মিলিয়ে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাজারি করেছে জার্মানি৷ বার্লিনের মতামত, জার্মানি থেকে পাঠানো অস্ত্র তুরস্ক ব্যবহার করছে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানে৷ সে কারণেই এমন নিষেধাজ্ঞা৷
কিন্তু তুরস্ক জানাচ্ছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের কোনো ক্ষতি করছে না৷ বরং, আরো শক্তি দিচ্ছে তাদের৷
মার্কিন ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপারও জানিয়েছেন যে উত্তর সিরিয়া থেকে প্রায় এক হাজার সৈন্য প্রত্যাহার করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷
ইতিমধ্যে, কুর্দি সিরিয়ানদের প্রতি মার্কিন সাহায্য় ও সেনা প্রত্যাহারের ফলে সেই অঞ্চলে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা৷ কুর্দি সূত্র জানাচ্ছে, এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মোট ৭৮৫জন ইসলামিক স্টেটপন্থি জেল থেকে পালাতে সক্ষম হয়েছে৷
কুর্দি সিরিয়ানদের একাংশের মতে, মার্কিন সেনা প্রত্যাহার ও বাড়ন্ত তুর্কি আগ্রাসনের সুযোগ নিয়ে আবার উত্তর সিরিয়ায় জোট বাঁধতে পারে ইসলামিক স্টেটপন্থি শক্তিরা৷
এসএস/কেএম (এপি,এএফপি, ডিপিএ)