1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের দুই শহরে রুশ বাহিনী

৩ মার্চ ২০২২

ইউক্রেনে এক সপ্তাহের হামলায় রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে রুশ বাহিনী৷ তাই কিয়েভের নিয়ন্ত্রণ নিতে এখনো ব্যর্থ তারা৷ তবে অন্য দুটি শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা৷

https://p.dw.com/p/47x3l
Ukraine Krise Ein Militärpanzer wird auf einer Straße von Cherson gesehen
ছবি: REUTERS

সামরিক গোয়েন্দাদের উদ্ধৃত করে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুরুতে কিয়েভের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল রুশ বাহিনী৷ তবে ইউক্রেনের বাহিনীর প্রতিরোধের মুখে অগ্রগতি অনেক মন্থর হয়েছে৷ এখন কিয়েভ থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে রয়েছে রুশ বাহিনী৷

অন্যান্য শহরেও কঠিন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রুশ বাহিনী৷ এ কারণে খারকিভ, চেরনিহিভ এবং মারিউপোলসহ বেশ কিছু শহরের দখল এখনো ধরে রেখেছে ইউক্রেনের বাহিনী৷

তবে দুটি শহরে দেখা গেছে রুশ সেনাদের৷ কিয়েভের ৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমের বোরোদিয়াঙ্কা শহরে ঢুকে পড়েছে তারা৷ রয়টার্স টেলিভিশনের ফুটেজে দেখা যায়, শেলের আঘাতে শহরটির বেশ কিছু বিধ্বস্ত, কিছু ভবনে আগুনও জ্বলছে৷ এছাড়া রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়িও রুশ বাহিনীর হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷

পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বোরোদিয়াঙ্কার নাম প্রকাশে অনিচ্ছুক এক অধিবাসী রয়টার্সকে বলেন, ‘‘ওরা (রুশ বাহিনী) সামরিক গাড়ি থেকে বোরোদিয়াঙ্কার কেন্দ্রে, পোস্ট অফিসের কাছের পার্কের দিকে গুলি ছুঁড়ছিল৷ তারপর তারা ট্যাঙ্কগুলো থেকে সুপারমার্কেটের দিকে গোলা ছুঁড়তে শুরু করে৷''

এছাড়া দ্নিপ্রো নদীর তীরবর্তী খারসন শহরের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে রুশ বাহিনী৷ কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এ শহরের মেয়র ইগর কোলিখায়েভও রুশ বাহিনীর ঢুকে পড়ার বিষয়টি স্বীকার করেছেন৷ এক বিবৃতিতে জানান, ‘‘শহরের রাস্তায় এখন রুশ বাহিনী টহল দিচ্ছে৷ নগর পরিষদের ভবনে ঢুকে পড়েছে তারা৷ আমি ওদের অনুরোধ করেছি ওরা যেন সাধারণ মানুষের ওপর গুলি না চালায়৷''

বিভিন্ন শহর থেকে রুশ বাহিনীর হামলায় হতাহতের খবর আসছে৷ ইউক্রেনের সংসদের পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়, খারকিভের দক্ষিণ-পশ্চিমের ইজিউম শহরে রুশ বাহিনীর শেলের আঘাতে আটজনের মৃত্যু হয়েছে৷ নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে৷ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের হামলায় এ পর্যন্ত অন্তত ২২৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫২৫ জন আহত হয়েছে৷

এসিবি/ কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য