1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্বন নিঃসরণ এবং নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে ইইউ-র গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

২৪ অক্টোবর ২০১৪

ব্রাসেলসে কয়েক ঘণ্টার আলোচনার পর গ্রিনহাউস গ্যাস কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার পর্যায়ক্রমে বাড়াতে সম্মত হয়েছেন ইইউ নেতারা৷

https://p.dw.com/p/1DbWg
Juncker im Europaparlament 22.10.2014 PK nach der Abstimmung
ছবি: Reuters/Christian Hartmann

শুক্রবার সকালেই ইইউ প্রেসিডেন্ট হ্যার্মান ফান রম্পয় জানান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে গ্রিনহাউস গ্যাসের উৎপাদন কমানোর নতুন লক্ষ্যমাত্রা ঠিক করেছে৷ সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নিঃসরণও ১৯৯০ সালের তুলনায় শতকরা ৪০ ভাগ পর্যন্ত কমানোর লক্ষ্য নিয়ে কাজ করবে সদস্য দেশগুলো৷ ইইউভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা ব্রাসেলসে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি করতেও সম্মত হন৷

ব্রাসেলস সম্মেলনে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, ইইউ-ভুক্ত দেশগুলো মোট জ্বালানির অন্তত ২৭ ভাগ নবায়নযোগ্য জ্বালানি, অর্থাৎ সৌর এবং বায়ুশক্তি থেকে উৎপন্ন করবে৷ জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জ্বালানির ব্যবহারও কমপক্ষে ২৭ ভাগ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷

পোল্যান্ডের কয়লা খনিগুলো রক্ষার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ায় শুক্রবার ভোর পর্যন্ত চলে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠক৷ বৈঠকে উষ্ণায়ণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে যে অর্থনৈতিক ক্ষতি স্বীকার করতে হয় এ বিষয়টি নিয়েও বিতর্ক হয়েছে৷ ব্রিটেনও নিজস্ব শিল্প জগতের স্বার্থ দেখিয়ে লক্ষ্যমাত্রা আরও দুর্বল করতে বাকিদের কার্যত বাধ্য করেছে৷

আগামী বছর প্যারিসে অনুষ্ঠিত হবে পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন৷ সেখানে বিশ্বের প্রায় সব দেশই অংশ নেবে৷

এসিবি এসবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য