সৌদি ব্লগারের অনশন ধর্মঘট
১২ ডিসেম্বর ২০১৫এনসাফ হায়দারের ফেসবুক পোস্ট অনুযায়ী, নতুন কারাগারটি হলো শাব্বাত সেন্ট্রাল, জেদ্দা সিটি থেকে ৮৭ কিলোমিটার দূরে একটি জনবিরল, পরিত্যক্ত এলাকায় অবস্থিত৷ যে সব বন্দিদের রায় চূড়ান্তভাবে নির্দ্দিষ্ট করা হয়েছে, সাধারণত তাদেরই এই কারাগারে রাখা হয় – লিখেছেন এনসাফ হায়দার৷ অথচ ‘‘সৌদি সরকার বারংবার ঘোষণা করেছেন যে, রাইফের মামলা পুনর্বিবেচনা করা হচ্ছে এবং সুপ্রিম কোর্ট এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেননি৷
এনসাফ হায়দার রাইফ বাদাউয়ির স্থানান্তরণে বিস্ময় প্রকাশ করেছেন, কেননা গত ২৮শে নভেম্বর সুইজারল্যান্ডের বিদেশ সচিব ইভ রসিয়ে জানিয়েছিলেন যে, বাদাউয়ির জন্য রাজক্ষমার আয়োজন করা হচ্ছে৷ কাজেই এবার বাদাউয়ির বেত্রাঘাতের দণ্ড আবার শুরু হতে পারে, বলে এনসাফ হায়দারের আশঙ্কা৷ তিনি আবার সৌদি বাদশা সালমান-এর প্রতি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী রাইফকে রাজক্ষমা প্রদানের অনুরোধ জানিয়েছেন৷
মুক্তির প্রচেষ্টা
বাদাউয়ি সৌদি জনজীবনে ধর্মের প্রভাব কমানোর জন্য অনলাইন আবেদন করেছিলেন৷ সৌদি সাইবার আইন ভঙ্গ ও ‘‘ইসলাম অবমাননার'' দায়ে তাঁকে ২০০৪ সালে দোষী সাব্যস্ত করা হয় এবং দশ বছরের কারাদণ্ড এবং এক হাজার বেত্রাঘাতের দণ্ড দেওয়া হয়৷ এ বছরের জানুয়ারি মাসে বাদাউয়িকে প্রথম ৫০টি বেত্রাঘাত সহ্য করতে হয় – যদিও ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতিবাদে উত্তরোত্তর বেত্রাঘাত স্থগিত রাখা হয়েছে৷
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা নিশ্চিত করেছে যে, বাদাউয়িকে ‘‘প্রশাসনিক কারণে'' অন্য একটি জেলে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে বাদাউয়ি অনশন ধর্মঘট শুরু করেছেন কিনা, সে'বিষয়ে অ্যামনেস্টি কিছু বলতে পারেনি৷
এনসাফ হায়দার তাঁর তিন সন্তানকে নিয়ে ক্যানাডায় বাস করেন৷ সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে৷ এনসাফ হায়দার ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো-র প্রতি বাদাউয়ির জন্য একটি ‘নিরাপদ যাত্রা' ক্যানাডিয়ান পাসপোর্ট ইস্যু করার আবেদন জানিয়েছেন৷ তিনি সম্ভবত আগামী সপ্তাহে স্ট্রাসবুর্গে গিয়ে তাঁর স্বামীর হয়ে সাখারভ পুরস্কারটি গ্রহণ করবেন৷ ইউরোপীয় ইউনিয়নের এই মর্যাদাসম্পন্ন পুরস্কার প্রদান করা হয় ‘ফ্রিডম অফ থট' বা স্বাধীন চিন্তার জন্য৷
এসি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)