1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার হত্যার পরিকল্পনা!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ আগস্ট ২০১৫

বাংলাদেশে ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার তিনজন পরিকল্পনকারীকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব৷ এরা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও আনসারুল্লাহ বাংলা টিমের নেতা তৌহিদুর রহমান, সাদেক আলি মিঠু এবং মো. আমিনুল মল্লিক৷

https://p.dw.com/p/1GHKj
Bangladesch Festnahme von drei Islamisten nach Mord an Bloggern
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

র‌্যাব-এর মুখপাত্র মুফতি মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রধানত তৌহিদুর রহমানই হলেন অভিজিৎ রায় এবং অনন্ত বিজয় দাস – এই দুই ব্লগার হত্যার মূল পরিকল্পনাকারী৷ তিনি কাশিমপুর কারাগারে আটক আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানির নির্দেশেই এ হত্যা পরিকল্পনা করেন৷''

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার নীলক্ষেত থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদেক আলী মিঠুকে গ্রেপ্তার করে র‌্যাব-৩৷ তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডির একটি বাসা থেকে রাত ১২টার পর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান ও মো. আমিনুল মল্লিককে গ্রেপ্তার করা হয়৷ প্রসঙ্গত, মিঠু এই দুই ব্লগার হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন৷

গত ২৬শে ফেব্রুয়ারি একুশের বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হন লেখক-ব্লগার অভিজিৎ রায়৷ এরপর গত ১২ই মে সিলেট শহরের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয় দাসকে

র‌্যাব-এর মুখপাত্র মুফতি মাহমুদ আবারো বলেন, ‘‘কাশিমপুর কারাগারে থাকা আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠক জসিম উদ্দিন রহমানির নির্দেশেই মূলত হত্যাকাণ্ড হয়েছে৷ জসিম উদ্দিন রহমানির আপন ছোট ভাই আবুল বাশার কারাগারে তার সঙ্গে দেখা করে তৌহিদুরসহ সংগঠনের অন্য সদস্যদের পরিকল্পনার কথা জানায়৷ আর তারপরই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা করে তৌহিদুর রহমান৷

মুফতি মাহমুদ জানান, ‘‘অভিজিৎ ও অনন্ত বিজয় হত্যাকাণ্ডে পাঁচজন অংশ নেয়৷ এরা হলেন – রমজান সিয়াম, নাঈম, জুলহাস বিশ্বাস, জাফরান আল হাসান ও সাদেক আলী মিঠু৷ এদের মধ্যে সাদেক র‌্যাব-এর হাতে গ্রেপ্তার হয়েছে৷''

আটক সাদেক আলী মিঠু আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানির বইয়ের প্রকাশক ও স্বাস্থ্য উপদেষ্টা৷ মিঠু প্রিন্টিং প্রেসে কাজ করেন৷ মিঠুর সঙ্গে জসিম উদ্দিন রাহমানির পরিচয় হয় ২০০৭ সালে৷ পরে সাদেক আলী রাহমানির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের সক্রিয় সদস্য ও আস্থাভাজন হয়ে উঠে৷

র‌্যাব জানিয়েছে, তৌহিদুর রহমান এক সময় বাংলাদেশ বিমানে চাকরি করতেন৷ তিনি ১৯৯০ সালের দিকে যুক্তরাষ্ট্রে চলে যান৷ আইটি বিষয়ে পড়াশোনা শেষে সেদেশের নাগরিকত্ব লাভ করেন৷ যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানির সঙ্গে তার পরিচয় হয়৷ যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হতো৷ যুক্তরাষ্ট্র থেকে তিনি বিভিন্ন আনসারুল্লাহ বাংলা টিমকে অর্থায়ন করেছেন৷ কাকে কাকে হত্যা করতে হবে, তা তৌহিদ নির্ধারণ করতেন৷ আইটি বিশেষজ্ঞ হওয়ায় তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ও ব্লগে বিভিন্ন জনের লেখা পর্যবেক্ষণ করতেন তিনি৷ জসিম উদ্দিন রহমানি গ্রেপ্তার হওয়ার পর তৌহিদুর ২০১২ সালের দিকে বাংলাদেশে আসেন৷ গ্রেপ্তার অপর আসামি আমিনুল মল্লিকও আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য ও সংগঠনের যে সকল সদস্য আত্মগোপনে ও পালিয়ে দেশের বাহিরে যেতে চায় তাদেরকে বিভিন্ন নামে পাসপোর্ট তৈরি করে দিত৷

র‌্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ডয়চে ভেলেকে জানান, এই তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ব্লগার অভিজিৎ এবং অনন্ত হত্যার বিষয়টি স্পষ্ট হলো৷ জানা গেল কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং তাদেরও উদ্দেশ্য৷

প্রসঙ্গত, ব্লগার অভিজিৎ হত্যাতাণ্ডের তদন্ত করছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)৷ তারা এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ এছাড়া অনন্ত হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি৷ তারাও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷

গত সাড়ে পাঁচ মাসে বাংলাদেশে চারজন ব্লগারকে হত্যা করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য