কামারুজ্জামানের ফাঁসির রায় ও আইনমন্ত্রীর বক্তব্য
৬ নভেম্বর ২০১৪ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করে তাঁর আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের এ কথা বলেন৷
যুদ্ধাপরাধ মামলায় সাজা হলেও কামারুজ্জামানের ক্ষেত্রে পর্যালোচনার সুযোগ আছে দাবি করে এই আইনজীবী বলেন, ‘‘সংবিধানের ১০৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিভিউয়ের সুযোগ রয়েছে৷'' আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে কামারুজ্জামান রিভিউ পিটিশন দাখিল করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শিশির মনির৷
বুধবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে৷
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় আছে, সেখানে রিভিউ পিটিশন ডিসমিস হয়েছে, সেটা ধরে নিয়ে আমাকে আদেশ দিতে হবে জেল কর্তৃপক্ষকে, তাদের প্রস্তুতির ব্যাপারে, আমি সেই আদেশ দিয়েছি৷'
আইনমন্ত্রীর বক্তব্য, কামারুজ্জামানের ফাঁসি এসব ইস্যু নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম৷
টুইটারে শহীদুল ইসলাম মিন্টু এ সংক্রান্ত একটি খবর শেয়ার করেছেন৷
এছাড়া বেশ কয়েকটি সংবাদপত্র শিরোনাম করেছে এটি
ঢাকার নিউ এজ পত্রিকার সাংবাদিক ডেভিড বার্গম্যান টুইটারে এ সংক্রান্ত একটি মন্তব্য করেছেন৷
এবার ফাঁসি কার্যকর করা হবে কিনা সে ব্যাপারে কয়েকটি টুইট
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: জাহিদুল হক