1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবান হামলায় নিহত ২১

১৮ জানুয়ারি ২০১৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্টুরেন্টে তালেবান হামলায় ১৩ জন বিদেশি সহ মোট ২১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে৷ শুক্রবার সন্ধ্যায় এই হামলা হয়৷

https://p.dw.com/p/1At58
Afghanistan Kabul Explosion 17.01.2014
ছবি: Johannes Eisele/AFP/Getty Images

Kabul attack kills 21

নিহতদের মধ্যে দুজন বেসামরিক মার্কিন নাগরিক রয়েছেন বলে এক টুইটার পোস্টে জানিয়েছে কাবুলের মার্কিন দূতাবাস৷ আর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের এক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে৷ রুশ ঐ নাগরিক জাতিসংঘের হয়ে কাজ করতেন বলে বিবৃতিতে জানানো হয়৷

এদিকে, বার্তা সংস্থাগুলোর খবর বলছে তালেবান হামলায় ঐ রুশ নাগরিক ছাড়াও জাতিসংঘের আরও তিন কর্মী এবং আইএমএফ'এর এক নাগরিক নিহত হয়েছেন৷ দুজন ব্রিটিশ ও দুজন ক্যানাডিয়ান নাগরিক নিহত হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

তালেবানের এক মুখপাত্র নিহতদের মধ্যে জার্মান নাগরিক থাকার কথা জানালেও জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা এ ব্যাপারে নিশ্চিত নয়৷

কয়েকজন বন্দুকধারী সহ একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালিয়েছে বলে জানা গেছে৷ যে রেস্টুরেন্টে হামলা হয়েছে সেটা বিদেশিদের কাছে জনপ্রিয় ছিল৷

জেডএইচ / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য