1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কানের দুলে ২২ হাজার ইউরোর মাদক!

২২ জানুয়ারি ২০২১

কানের দুলের ভেতর লুকানো প্রায় ২২ হাজার ইউরো মূল্যের মাদক ধরা পড়েছে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে৷ শুক্রবার এ তথ্য জানিয়েছে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট কাস্টমস৷

https://p.dw.com/p/3oIG8
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/Arno Burgi

কানের দুলে লুকানো ছিল ২০০ গ্রাম হেরোইন এবং ১২০০ গ্রাম অ্যাম্ফিটামিন লুকানো ছিল একটি ছোট্ট টুলের ভেতরে৷ মাদকসহ দুটো প্যাকেটই আফ্রিকা থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিমানবন্দরে প্যাকেটগুলো স্ক্যান করার সময় কাস্টমস অফিসাররদের সন্দেহ হওয়ায় সেগুলো খোলা হয়৷ যদিও ভেতরে হস্তশিল্পের পণ্য থাকার কথা প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা ছিল কিন্তু ভেতরে পাওয়া গেল মাদক৷

মাদকসহ প্যাকেট দুটো গত ৩০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছায়৷ তবে শুল্কবিভাগ কৌশলগত কারণে বিষয়টি এতদিন গোপন রেখে শুক্রবার প্রকাশ করেছে৷

এনএস/এসিবি (ডিপিএ)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান