কলকাতা বইমেলা: এবার নতুন কী ছিল
কলকাতা বইমেলা শেষ হলো রোববার। এবারও বেশ কিছু নতুন বিষয় এবং বিশেষ দিক ছিল বইমেলায়। সেসব থাকলো এই ছবিঘরে।
স্পেনের প্যাভিলিয়ন
স্পেন ছিল থিম দেশ। এবার তাদের প্য়াভিলিয়ন পুরোটাই তৈরি হয়েছিল পরিবেশবান্ধব জিনিস দিয়ে। প্রচুর বাঁশের ব্যবহার ছিল। এমনভাবে প্য়াভিলিয়ন বানানো হয়েছিল, যা পরে খুলে নিয়ে আবার ব্যবহার করা যেতে পারে।
প্রথমবার থাইল্যান্ড
থাইল্যান্ড এবার প্রথম কলকাতা বইমেলায় যোগ দিল। তাদের স্টল প্রচুর দর্শককে টেনেছে।
সুলেখা কালিও প্রথমবার
স্বাধীনতার আগে স্বদেশি কালি হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেছিল সুলেখা কালি। এই প্রথমবার বইমেলায় স্টল দিয়েছিল তারা। প্রচুর মানুষ সেই স্টলে গেছেন। কালি কিনেছেন।
ছিল রাশিয়া
ইউক্রেন যুদ্ধ চলছে। তা সত্ত্বেও রাশিয়ার বড় স্টল ছিল। প্রতিবারই রাশিয়ার স্টল থাকে বইমেলায়। এবারও ছিল। উদ্য়োক্তাদের তরফে ত্রিদিব কুমার চট্টোপাধ্য়ায় বলেছেন, বইয়ের কোনো সীমানা নেই। বইয়ের যুদ্ধ নেই। কলকাতা বইমেলায় সকলে স্বাগত। তবে ইউক্রেন কোনোবারই কলকাতা বইমেলায় যোগ দেয়নি।
অ্যামেরিকার স্টল
একটু দূরেই ছিল অ্যামেরিকার স্টল। সেখানেও ভিড় ছিল প্রচুর।
বাংলাদেশের প্যাভিলিয়ন
বাংলাদেশের প্রকাশকদের জন্য একটা বড় প্যাভিলিয়ন ছিল। সেখানে ৪২টি স্টল ছিল। যোগ দিয়েছিলেন প্রচুর প্রকাশক।
প্রচুর মানুষ
বইমেলায় ঢোকার জন্য কোনো টিকিট ছিল না। প্রচুর মানুষ প্রতিদিন বইমেলায় গিয়েছেন। ভিড়ে ঠাসা ছিল বইমেলা।