বাংলাদেশ উৎসব
১৫ ডিসেম্বর ২০১২বাংলাদেশের বিজয় দিবসকে মাঝে রেখে পাঁচ দিনের এই বাংলাদেশ উৎসব গত চার বছর ধরে চলছে কলকাতায়৷ প্রথম দু-এক বছরে লোকে ঠিক জানতেন না বলে ততটা ভিড় জমত না, যতটা উৎসাহ কলকাতাবাসীর রয়েছে তাদের আদরের এই প্রতিবেশী দেশটিকে ঘিরে৷ কিন্তু লোকমুখে একবার প্রচার পেয়ে যেতেই বাংলাদেশ হাই কমিশন চত্বরের এই মেলায় আর লোক ধরে না৷
এবারেও ঠিক তাই ঘটল৷ মেলা শুরুর আগে থেকেই উৎসাহীদের লম্বা লাইন বন্ধ ফটকের সামনে৷ উৎসবের উদ্বোধন করতে হাই কমিশন ভবনে ঢোকার সময়ে সেই দৃশ্য দেখেছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের৷
বাংলাদেশের উপ-হাই কমিশনার আবিদা ইসলাম তাঁর স্বাগতিক ভাষণে মুক্তিযোদ্ধা এবং শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করার পাশাপাশি, মুক্তিযুদ্ধে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অবদানের কথাও স্মরণ করেছিলেন৷ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীও সেই একই কথার প্রতিধ্বনি করলেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট জনেরা৷ শুরুর দিন থেকেই যথারীতি ভিড় জমে গেল ঢাকাই জামদানি, পুলি-পিঠে, কাচ্চি বিরিয়ানি এবং হুমায়ূন আহমেদের রচনাসমগ্রের জন্য৷ এই মুহূর্তে কলকাতায় যে চারটি জিনিসের জনপ্রিয়তা ও চাহিদার দ্বিতীয় কোনও তুলনা নেই৷