1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর-ফাঁকি বন্ধে বাড়তি উদ্যোগ

১০ এপ্রিল ২০১৩

দূরের কোনো অখ্যাত দেশ নয়, খোদ ইউরোপের মধ্যেই গোপন ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার যে বন্দোবস্ত রয়েছে, সাইপ্রাসের সংকটের ফলে তা আবার স্পষ্ট হয়ে উঠেছে৷ এমন প্রবণতা বন্ধ করে এক স্বচ্ছ কাঠামো গড়ে তোলার ডাক শোনা যাচ্ছে৷

https://p.dw.com/p/18CpZ
Drei Aktivistinen der globalisierungskritischen Organisation Attac sitzen am Mittwoch (27.02.2008) als reiche Steuerflüchtige verkleidet auf einer aufblasbaren "Steueroase" vor dem Bundeskanzleramt in Berlin und protestieren gegen die Steuerflucht. Im Kanzleramt empfing Bundeskanzlerin Merkel (CDU) unterdessen Fürst Albert von Monaco. Foto: Arno Burgi dpa/lbn +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ব্যাংকিং ক্ষেত্র নিয়ে ইউরোপে আবার বিতর্ক দানা বাঁধছে৷ আসলে সাইপ্রাসের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও কিছু দেশের ব্যাংকিং ক্ষেত্রের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ নিজের দেশে কর ফাঁকি দিয়ে অন্য দেশের ব্যাংকে টাকা রাখার সুযোগ বন্ধ করতে চায় ইউরোপের দেশগুলি৷ কিন্তু খোদ ইউরোপের মধ্যেই সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও লুক্সেমবুর্গের মতো দেশে এমন গোপন অ্যাকাউন্ট রাখার সুযোগ থাকায় বিষয়টি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছে৷ চাপে পড়ে এই সব দেশও ব্যাংকিং ক্ষেত্রে গোপনীয়তার আইন নতুন করে খতিয়ে দেখার কথা বলছে৷

File picture shows a statue in front of the former headquarters of Germany's largest business bank, Deutsche Bank in Frankfurt, January 28, 2013. Germany's Bundesbank and financial watchdog Bafin are conducting an in-depth probe of Deutsche Bank AG's accounts over allegations that it failed to correctly value a derivatives portfolio, sources familiar with the investigation said. Two of the sources said on April 4, 2013 that Germany's central bank was reacting to accusations that Deutsche Bank had incorrectly valued credit derivatives from 2007 through 2010, allowing it to hide as much as $12 billion in losses. Picture taken January 28, 2013. REUTERS/Kai Pfaffenbach/File (GERMANY - Tags: BUSINESS)
ব্যাংকিং ক্ষেত্র নিয়ে ইউরোপে আবার বিতর্ক দানা বাঁধছেছবি: REUTERS

লুক্সেমবুর্গের অর্থমন্ত্রী অবশ্য এখনই এ ক্ষেত্রে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না৷ অস্ট্রিয়া সরাসরি গোপনীয়তা আইন তুলে না দিয়ে অন্যান্য দেশের কাছে প্রয়োজনীয় তথ্য দেবার কথা বলছে, যাতে কর-ফাঁকির প্রবণতা বন্ধ করা যায়৷ সমস্যা রয়েছে ব্রিটেনের চ্যানেল আইল্যান্ড নিয়েও৷ জার্মানির বেসরকারি ডয়চে ব্যাংক কর ফাঁকি দিতে সহায়তা করেছে বলে জানা গেছে৷ মোটকথা ইউরোপের একাধিক দেশ পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে৷ দাবি উঠছে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে এমন এক স্বচ্ছ কাঠামো গড়ে তোলার, যার আওতায় কর ফাঁকির সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে উঠবে৷ তবে এই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা আসবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷

এরই মধ্যে ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলি ঘর সামলানোর চেষ্টা করছে৷ কঠিন সংকট সত্ত্বেও সাইপ্রাস ইউরো এলাকা ছাড়তে প্রস্তুত নয়৷ সে দেশের অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতির বেহাল অবস্থা সত্ত্বেও ইউরো একান্ত প্রয়োজন৷ এদিকে কড়া হাতে সংস্কার চালিয়ে প্রাথমিক সাফল্য অর্জন করেও পর্তুগাল আবার সমস্যার মুখে পড়েছে৷ দেশের সাংবিধানিক আদালত সরকারের ব্যয় সংকোচের পদক্ষেপকে বে-আইনি বলে রায় দিয়েছে৷ পর্তুগালের সরকার অবশ্য তা সত্ত্বেও বাজেট ঘাটতির মাত্রা মেনে চলবে বলে জানিয়েছে, যেমনটা আন্তর্জাতিক দাতারা স্থির করে দিয়েছে৷

চলতি সপ্তাহে ইউরোপের মধ্যে তেমন কোনো বড় সিদ্ধান্তের সম্ভাবনা না থাকলেও বাইরের ঘটনা ইউরোপের পুঁজিবাজারের উপর প্রভাব ফেলছে৷ যেমন চীনের আর্থিক নীতিতে ইতিবাচক পরিবর্তনের আশায় ইউরোপের পুঁজিবাজারও কিছুটা চাঙ্গা হয়ে উঠেছিল৷ অন্যদিকে ইউরোপে বেকারত্বের হার নিয়ে দুশ্চিন্তা বেড়ে চলেছে৷ আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও-র হিসাব অনুযায়ী ২০০৮ সাল থেকে এখনো পর্যন্ত ইইউ দেশগুলিতে প্রায় ৬০ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য