1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা সহায়তা অনির্দিষ্টকালের জন্য নয়: ম্যার্কেল

৭ ডিসেম্বর ২০২০

মহামারির সময়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আগামী বছর জার্মান সরকার প্রায় ১৮০ বিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করবে৷ তবে এই ঋণ ২০২৩ সালের মধ্যে ফেরত দেওয়া শুরু করতে হবে বলে জানান চ্যান্সেলর ম্যার্কেল৷

https://p.dw.com/p/3mKYo
আঙ্গেলা ম্যার্কেল
আঙ্গেলা ম্যার্কেলছবি: Markus Schreiber/AP/picture-alliance

জার্মান আইন প্রণেতাদের মধ্যে সরকারের ২০২১ সালের বাজেট নিয়ে বিতর্ক শুরুর আগে ম্যার্কেল করোনা সহায়তায় বিশাল প্রতিশ্রুতি অনির্দিষ্টকালের জন্য স্থায়ী হতে পারে না বলে সতর্ক করে দিলেন৷ আঙ্গেলা ম্যার্কেল বলেন, স্বাস্থ্য সংকটের ফলে সরকার এখন বিশাল ঋণের যে বোঝা বহন করছে, তা ২০২৩ সালে পরিশোধের ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে৷

এবং সরকার যদি ব্যবসা ও জনসাধারণের উপকারের জন্য করোনার বিশেষ সহায়তার প্যাকেজটি না গ্রহণ করতো, তাহলে জার্মান অর্থনীতি ও সমাজ আরো বেশি চাপের মুখে পড়তো৷ মহামারির শুরু থেকেই সংকট মোকাবেলায় দেশের অর্থনৈতিক সম্পদকে সচল রাখা সরকারের লক্ষ্য বলে তিনি জানান৷

জার্মানি শক্ত অবস্থানে

সরকার গত কয়েক বছর ধরে বাজেটের প্রবৃদ্ধি বজায় রাখার কারণে এবছর এবং আগামী বছর এত বেশি প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হয়েছে৷ তবে অর্থনীতিকে শক্ত অবস্থায় ফিরিয়ে আনতে আবার দ্রুত কাজ শুরু করার কথা বলেছেন ম্যার্কেল৷ তাছাড়া মহামারি কাটিয়ে উঠতে রাজ্য এবং মিউনিসিপ্যালিটিকে একসাথে কাজ করার পরামর্শ তাঁর৷

২০২১ সালের জন্য সরকার প্রায় ১৮০ বিলিয়ন ইউরো (২১৮ বিলিয়ন ডলার) ঋণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে গত মাসে৷  

এই সপ্তাহে জার্মান সংসদ বুন্ডেসটাগে নতুন বাজেটের ওপর ভোট হওয়ার কথা৷

এনএস/এসিবি (এএফপি, ডিপিএ, ইপিডি)

২৫ আগস্টের ছবিঘরটি দেখুন...