1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা সংক্রমণ কমছে ডেঙ্গু বাড়ছে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৪ আগস্ট ২০২১

বাংলাদেশে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমলেও বেড়ে চলছে ডেঙ্গু৷ এরমধ্যে ভারতে ডেল্টা প্লাস-এর সংক্রমণ বাড়তে শুরু করায় বাংলাদেশেও তা নিয়ে আছে নতুন আতঙ্ক৷

https://p.dw.com/p/3zQZa
Dengue-Ausrottungskampagne in BD
ছবি: bdnews24.com/ M. Zaman Ovi

দেশে এক সপ্তাহে করোনায় মৃত্যু ২৭ ভাগ কমেছে৷ আর সংক্রমণও কমেছে ৩৪ ভাগ৷ সব মিলিয়ে করোনা পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে বাংলাদেশে৷ কিন্তু প্রশ্ন হলো এটা স্থায়ী হবে কী না৷ কারণ ভারতে ডেল্টা প্লাস সংক্রমণ বাড়ছে৷ সেখানে অক্টোবরে করোনার আরকটি নতুন ওয়েভের আশঙ্কা করা হচ্ছে৷
২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৪ জন৷ আর করোনায় আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৪৯ জন৷ আর ২৪ ঘন্টায় সনাক্তের হার শতকরা ১৫.১২ ভাগ৷ এপর্যন্ত গড় সনাক্তের হার ১৬.৮৯ ভাগ৷
এদিকে হাসপাতালেও চিকিৎসার জন্য রোগীদের ভিড় আগের তুলনায় কমছে৷ ঢাকার সরকারি কোভিড হাসপাতালের ৩৮২টি আইসিইউ বেডের মধ্যে ৪৫টি খালি আছে৷ চার হাজার ২৭২টি কোভিড বেডের মধ্যে দুই হাজার ৪৪৩টি খালি আছে৷
বাংলাদেশে স্বাস্থ্যবিধি মানার শর্তে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর সব কিছুই খুলে গেছে৷ প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার সব প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে৷ প্রধানমন্ত্রী নিজেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য বলেছেন৷
কিন্তু ভারতে অক্টোবর মাসে আবার নতুন করোনা ওয়েভের আশঙ্কা করা হচ্ছে৷ সেখানে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ছে৷ বাংলাদেশে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয় ডেল্টা ভেরিয়েন্ট দিয়েই৷ সীমান্ত এলাকা দিয়ে এই ভেরিয়েন্ট সারাদেশে ছড়িয়ে পড়ে৷ তাই প্রশ্ন উঠেছে বাংলাদেশে করোনা সংক্রমণ কমে আসার এই হার স্থায়ী হবে কী না৷ আর সেটা স্থায়ী করতে হলে করণীয় কী?
করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সদস্য এবং বিএসএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম মনে করেন," করোনা সংক্রমণ আরো কমবে৷ গত বছরও এই সময়েই সংক্রমণ কমে গিয়েছিলো৷ তবে এর কারণ কী সে সম্পর্কে আমাদের কোনো গবেষণা নেই৷ গত বছর করতে চেয়েছিলাম, পারিনি৷ তবে এবার একটা গবেষণা শুরু করেছি৷ এখনও ফল হাতে পাইনি৷”
তিনি আরো মনে করেন,"এবার কিছু সতর্কতা অবলম্বন করলে এখানে আর হয়তো করোনা বাড়বে না৷ ভ্যাকসিন যদি দ্রুত দিয়ে দেয়া যায় তাহলে অনেক ভালো হবে৷ আর স্বাস্থ্যবিধি মানতে হবে৷ এটা আরো কড়াকড়ি করতে হবে৷”
ভারতে আবার ওয়েভ শুরু হলে বাংলাদেশেও হবে কী না জানতে চাইলে তিনি বলেন,"এবার সেরকম হবে বলে মনে করি না৷ তবে আমাদের উচিত হবে সীমান্ত বন্ধ করে দেয়া৷”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন," আমাদের এখনই খুশি হওয়ার কিছু নাই৷ অক্টোবরে আরেকটি ওয়েভ আসতে পারে৷ সেটা ঠোকতে হলে আমাদের এখনই ব্যবস্থা নেয়া প্রয়োজন৷”
এদিকে আগস্ট মাসের প্রথম ২২ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩৮৩ জন৷ আর জানুয়ারি থেকে এপর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৪১ জন৷ সেই বিবেচনায় শুধু আগস্ট মাসের ২২ দিনেই মোট আক্রান্তের ৬৭ ভাগ আক্রান্ত হয়েছেন৷ চলতি বছরে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে মারা গেছেন ৩৮ জন৷  এখন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৭৭ জন৷ তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৮৮জন৷   আশঙ্কার কথা হলো  এবার যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের শতকরা ৫০ ভাগই শিশু৷ 
ডেঙ্গুর এই খারাপ পরিস্থিতি বিবেচনা করে ঢাকার ছয়টি হাসপাতালকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য  নির্দিষ্ট করে দেয়া হয়েছে৷ অন্যান্য হাসপাতালেও চিকিৎসা চলবে৷ গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১২ জন৷

ডা. লেলিন চৌধুরী

ডা. নজরুল ইসলাম

লেলিন চৌধুরী বলেন," ডেঙ্গুর এই পরিস্থিতির জন্য আমাদের দায়িত্বহীনতাই দায়ী৷ এবার বছরের শুরু থেকেই বিশেষজ্ঞরা বলে আসছিলেন যে এবার ডেঙ্গু ভয়বহ হবে৷ কারণ এডিস মশার উপস্থিতি অনেক বেশি পাওয়া যাচ্ছিল৷ কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ ডেঙ্গু মশার চার ভাগের  তিন ভাগই হচ্ছে সরকারি ও স্বায়ত্তশাসিত স্থাপনায়৷ আর এক ভাজ বাসাবাড়িতে৷ নগরবাসিকে সচেতন হতে হবে৷ কিন্তু বাকি তিন ভাগ মশার দায় কার? মেয়র নগরবাসীকে দায়ী করছেন৷ কিন্তু তারা কি দায়িত্ব পালন করেছেন?''
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন করোনা এবং ডেঙ্গুর উপসর্গ প্রায় একই রকম হওয়ায় বিভ্রান্তি বাড়ছে৷ তাই এখন করোনা এবং ডেঙ্গুর টেস্ট একই সঙ্গে করানো জরুরি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য