করোনা সংকটে শিশুদের দারিদ্র্য বাড়ছে জার্মানিতে
২৪ জুলাই ২০২০জার্মানির অর্থনৈতিকউন্নতি সত্ত্বেও ২,৮ মিলিয়ন শিশু ও তরুণ ক্ষতিগ্রস্ত৷ সম্প্রতি গ্যুটার্সলো শহরে প্রকাশিত ব্যার্টেলসম্যান ফাউন্ডেশনের করা এক সমীক্ষায় এসব জানানো হয়৷ যেসব শিশুর মা-বাবা করোনা সংকটে চাকরি হারিয়েছেন বা খন্ডকালীন, স্বল্প আয়ের চাকরি কিংবা সরকারী ভাতায় সংসার চালান, তাদের শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফাউন্ডেশন৷ জার্মানিতেসেসব শিশুকে দরিদ্র হিসেবে গণ্য করা হয়, যাদের মা-বাবার আয় মধ্যবিত্ত পরিবারের আয়ের ৬০ শতাংশের চেয়ে কম৷
করোনা সংকটে হোমস্কুলিং-এর ক্ষেত্রে দরিদ্র পরিবারের ২৪ শতাংশ শিশুরইন্টারনেট সুবিধা নেই , ১৩ শতাংশ শিশুর ফ্ল্যাটে নিরিবিলিতে পড়াশোনার জন্য পর্যাপ্ত জায়গাও নেই৷ তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে ফাউন্ডেশন৷ তবে জার্মান সরকারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করেন পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র উলরিকে ডেমার৷
এনএস/এসিবি (কেএনএ, ইপিডি)