করোনা ভাইরাস নিয়ে ইন্টারনেটে পাওয়া তথ্য কতটা সত্য?
করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে৷ ফলে এই ভাইরাস থেকে মুক্ত থাকার নানান উপায়ের কথা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে৷ কিন্তু এসব তথ্য আসলে কতটা ঠিক; জানুন ছবিঘরে৷
লবণ পানি দিয়ে নাক পরিষ্কার আপনাকে রক্ষা করে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লবণ পানি ভাইরাস ‘মেরে’ আপনাকে রক্ষা করে এমন প্রমাণ নেই৷
মাউথওয়াশ দিয়ে গরগরা করলে সংক্রমণ দূর হয়?
নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মাউথওয়াশ কয়েক মিনিটের জন্য আপনার থুথু থেকে নির্দিষ্ট কিছু জীবাণু দূর করতে পারে, কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব মাউথওয়াশ করোনা ভাইরাস থেকে আপনাকে রক্ষা করবে না৷
রসুন খেলে লাভ হয়?
রসুনের জীবাণুনাশক গুণ আছে ঠিকই, তবে এটি আপনাকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে পারে বলে এমন কোনো প্রমাণ নেই৷
পোষা প্রাণী কি করোনা ভাইরাস ছড়াতে পারে?
কুকুর ও বিড়াল করোনা ভাইরাস ছড়ায় বলে প্রমাণ নেই৷ তবে তাদের ছোঁয়ার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিলে তারা সচরাচর যে ধরনের ব্যাকটেরিয়া ছড়ায় তা নিয়ন্ত্রণে আসতে সহায়ক হতে পারে৷
চীন থেকে আসা পার্সেল করোনা ছড়াতে পারে?
কোনো বস্তুর উপর বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনা করোনা ভাইরাস৷ তাই কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগে চীন থেকে পাঠানো পার্সেল থেকে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা খুব কম৷
এখনও কি কোনো ভ্যাকসিন আছে?
করোনা ভাইরাসের জন্য নতুন ভ্যাকসিন প্রয়োজন৷ কারণ নিউমোনিয়ার ভ্যাকসিন করোনা থেকে আপনাকে রক্ষা করবে না৷
ব্লিচ পণ্য কি আপনাকে রক্ষা করতে পারে?
ক্লোরিনভিত্তিক জীবাণুনাশক, ৭৫ ভাগ ইথানল, প্যারাসেটিক এসিড ও ক্লোরোফর্ম কোনো কঠিন সারফেসে করোনা ভাইরাস মারতে পারে৷ তবে এগুলো আপনার ত্বকে মাখলে খুব সামান্য কিংবা একেবারেই কোনো উপকার হবে না৷