করোনায় বেহাল ভারত, আতঙ্ক ও মৃত্যুর ছবি
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেহাল ভারত। প্রতিদিন সাড়ে তিন লাখের বেশি আক্রান্ত। মানুষ আতঙ্কিত। ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিকাঠামো।
হাসপাতালে ঠাঁই নেই
দিল্লির সব হাসপাতাল ভর্তি। কেথাও বেড নেই। লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে যেখানে আগে কেউ মারা গেলে দেহ এনে রাখা হতো, সেখানে এইভাবে করোনা রোগীদের চিকিৎসা হচ্ছে।
শ্মশানে ঠাঁই নেই
এত বেশি মানুষ মারা যাচ্ছেন যে, শ্মশানও চাপ নিতে পারছে না। দেহ সৎকার করতে প্রচুর সময় লেগে যাচ্ছে। তাই শ্মশানের বাইরে তৈরি করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। দাহ করার জন্য।
চিতা বহ্নিমান
সমানে জ্বলছে চিতা। দিল্লির ছবি।
দীর্ঘ লাইন
শ্মশানের সামনে ভয়াবহ লাইনের ছবি।
কবরস্থানেও একই অবস্থা
একই ছবি কবরস্থানেও। সেখানেও সমানে করোনায় মৃত মানুষকে কবরস্থ করা হচ্ছে।
লকডাউন তবু
দিল্লিতে নয়দিন ধরে লকডাউন চলছে। চলবে আরো অন্তত পাঁচদিন। কর্ণাটকে ১৪ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। তাতেও করোনাকে কাবু করা যাচ্ছে না।
হাসপাতালের সামনে
উত্তর প্রদেশের নয়ডায় হাসপাতালের সামনের ছবি। দিল্লির হাসপাতালের সামনের ছবিটাও একই।
অক্সিজেনের খোঁজে
ভারতের প্রায় সব শহরেই ছবিটা একই। সব চেয়ে খারাপ অবস্থা দিল্লিতে। অক্সিজেন নেই। ইতিমধ্যে একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। একই অবস্থা হরিয়ানাতেও। হাসপাতাল সমানে এসওএস পাঠাচ্ছে অক্সিজেনের জন্য।
কান্নায় ভেঙে পড়া মানুষ
স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মানুষ।