ওরশে বাধা দেয়ায় পুলিশকে মারধর, গ্রেপ্তার ২৪
২৬ মার্চ ২০২০করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে বাংলাদেশ৷ তার মধ্যেই বুধবার রাতে বগুড়ার সুলতানগঞ্জ পাড়া গোয়ালগাড়িতে বার্ষিক ওরশ মাহফিলের আয়োজন করা হয়৷ তা বন্ধ করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশকে মারপিটের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড়শ’ জনের নামে সদর থানায় রাতেই বাদী হয়ে মামলা করেন উপ পরিদর্শক আব্দুল গফুর৷
এদিকে গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়া হয়েছে৷ তাদের মধ্যে বগুড়া পৌর সভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নুরুল আমিন ও শফিকুল ইসলাম নয়নও রয়েছেন৷
এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)