করোনার কালে খালেদার বাড়ি ফেরা
‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য কারামুক্তি মিলেছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার৷ গুলশানে নিজ বাড়িতে ফিরে গেছেন তিনি৷
খালেদার শর্তসাপেক্ষে মুক্তি ঘোষণা
আইনমন্ত্রী আনিসুল হক ২৪ মার্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানান৷
মুক্তির দিন
দণ্ডের কার্যকারিতা স্থগিত করে মুক্তির আদেশের নথি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে ২৫ মার্চ স্থানীয় সময় বিকাল ৩টার পর বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছায়৷ তারপরই প্রায় ২৫ মাস পর কারাগার থেকে বাড়িতে ফেরেন খালেদা জিয়া৷
নেতাকর্মীদের ভিড়
খালেদা জিয়ার মুক্তির খবর পেয়ে বুধবার সকালের পর থেকেই বিএনপির নেতা-কর্মীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে জড়ো হন৷ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাও সেখানে উপস্থিত ছিলেন৷
ভাইয়ের সঙ্গে গাড়িতে খালেদা
নেতা-কর্মীদের ভিড় আর স্লোগানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা হাসপাতাল থেকে বের হয়ে নিজের নিশান পেট্রোল গাড়িতে উঠেন৷ তার ছোট ভাই শামীম এস্কান্দার ছিলেন চালকের আসনে৷ শামীমের স্ত্রী কানিজ ফাতেমাও ছিলেন ওই গাড়িতে৷
মানবিক কারণে মুক্তি
বয়স এবং অসুস্থতার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷
গুলশানে নিজ বাড়িতে
শামীম এস্কান্দার নিজে গাড়ি চালিয়ে খালেদাকে গুলশানে তার বাড়ি ‘ফিরোজায়’ পৌঁছে দেন৷ মুক্তির শর্তানুযায়ী খালেদাকে এই ছয়মাস নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে হবে৷ এ সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না৷
যে কারনে কারাবাস
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন৷