করোনা কালের ঈদ
করোনা মহামারির আতঙ্কের মধ্যেই এসেছে ঈদ৷ সৌদি আরব, মিশর, ওমানসহ বিশ্বের অনেক দেশ এবার ঈদ জামাত নিষিদ্ধ করে জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে৷
সৌদি আরবে কারফিউ
সৌদি আরবে আগামী ২৩ থেকে ২৭ মে ঈদুল ফিতরের ছুটি৷ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার ঈদের ছুটিতে দেশজুড়ে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণকে এ বছর ঘরেই ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে৷
কাবা শরীফ
করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় মার্চের মাঝামাঝি থেকেই মুসলমানদের সবচেয়ে পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববী মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়৷
সৌদি আরবের পথে মিশর
সৌদি আরবের মত মিশরও ঈদের ছুটিতে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে৷ ১৯ মে বিকাল ৫টা থেকে দেশটিতে কারফিউ শুরু হয়েছে৷ এছাড়া ২৪ মে থেকে টানা ছয় দিন সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তও জানিয়েছে দেশটির সরকার৷ ছবিতে কায়রোর একটি মসজিদে অতীতে অনুষ্ঠিত ঈদের জামাত দেখা যাচ্ছে৷
ওমানে জমায়েতে নিষেধাজ্ঞা-শাস্তি
ওমানের বাসিন্দাদের এবার বাড়িতে বসেই ঈদের নামাজ পড়তে হচ্ছে৷ দেশটিতে ঈদ জামাতসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করার পাশাপাশি আইন লাঙ্ঘনে জেল-জরিমানার শাস্তির বিধান রাখা হয়েছে৷ দেশটিতে বাইরে মাস্ক করা বাধ্যতামূলক৷
জর্ডানে যান চলাচলে কড়াকড়ি
মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানে ঈদের দিন যান চলাচলে কড়াকড়ি আরোপের ঘোষণা দেওয়া হয়েছে৷
ইরানে দ্বিতীয় দফায় বাড়ছে সংক্রমণ
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে প্রথম করোনা ভাইরাস মারাত্মকভাবে বিস্তার লাভ করে৷ প্রথম দফার সংক্রমণ কমে গেলেও সেখানে দ্বিতীয় দফায় আবারও সংক্রমণ বাড়ছে৷ তারপরও দেশটির সরকার স্বাস্থ্যসুরক্ষার নিয়ম মেনে ঈদ জামাতের অনুমতি দিয়েছে৷
তুরস্কে ঈদে চারদিনের লকডাউন
ঈদের ছুটির চারদিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ ২৩ মে থেকে কার্যকর হচ্ছে লকডাউন৷
পাকিস্তানে নিয়ম মেনে ঈদ জামাত
পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যু উভয়ই বাড়ছে৷ তারপরও দেশটির সরকার স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক দূরত্বের নিয়ম মানার শর্তে ঈদ জামাত আয়োজনের অনুমতি দিয়েছে৷
বাংলাদেশে খোলা জায়গায় ঈদ জামাতে মানা
করোনা ভাইরাস মহামারির মধ্যে এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছের মসজিদে পড়তে বলেছে সরকার৷ তবে কোলাকুলি ও হাত মেলানো বারণ৷
দিল্লিতে বাড়িতেই ঈদের নামাজ
এ বছর ঈদ বাড়িতে বসেই কাটানোর নির্দেশ দিলেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম৷ তাঁকে সমর্থন জানিয়েছেন ভারতের ইসলামিক স্কলাররা৷
যুক্তরাজ্যে প্রথমবার ঈদ জামাত হচ্ছে না
যুক্তরাজ্য সরকার দেশটির মুসলমানদের এবছর ঘরেই ঈদের নামাজ পড়ার আহ্বান জানিয়েছে৷ দেশটিতে এই প্রথম ঈদের জামাত হচ্ছে না বলে জানান দেশটির ধর্মীয় নেতারা৷