করোনাকালে জার্মানিতে পরীক্ষামূলক কনসার্ট
২৪ আগস্ট ২০২০করোনা সংক্রমণ শুরুর পর থেকেই জার্মানির বিনোদন জগত বলতে গেলে বন্ধ৷ খেলধুলা, চলচ্চিত্র প্রদর্শনী, গানের অনুষ্ঠানসহ সবই পুরোপুরি বন্ধ ছিল দীর্ঘদিন৷ বন্ধ ছিল সব সিনেমা হল, স্টেডিয়াম৷ এখন ধীরে ধীরে শুরু হচ্ছে খেলাধুলা৷ তবে কোনো আয়োজনেই থাকছে না দর্শক৷
এভাবে কতদিন বন্ধ থাকবে বিনোদন জগত? এই খাত যে অনেক মানুষের রুটিরুজির উৎস৷ জার্মানিতে অনুষ্ঠান আয়োজনও একটা শিল্প৷ ১৫ লাখ মানুষ কাজ করেন এই শিল্পে৷ প্রতিবছর প্রায় ১৩ হাজার কোটি ইউরোর রাজস্ব আসে এই খাত থেকে৷
বিনোদন দুনিয়ায় স্বাভাবিক ছন্দ ফেরানোর পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে গত শনিবার লাইপসিশ আরেনায় আয়োজিত হলো দিনব্যাপী এক কনসার্ট৷ ১৫০০ দর্শনার্থীর এই কনসার্ট সুষ্ঠুভাবে আয়োজন এবং আগতদের তথ্য সংগ্রহ করার কাজ করেছেন চার হাজার ২০০ স্বেচ্ছাসেবী৷
শনিবার সকাল থেকেই বৃষ্টি হয়েছে লাইপসিশে৷ তারপরও দর্শনার্থীর অভাব হয়নি৷ সবাই অবশ্য কনসার্ট উপভোগের সুযোগ পাননি৷ আয়োজকদের শর্ত অনুযায়ী, যারা ২৪ ঘণ্টার মধ্যে করোনা টেস্ট করিয়েছেন এবং যাদের রিপোর্ট নেগেটিভ, কেবল তারাই পেয়েছেন করোনা কালে জার্মানিতে প্রথম বড় কনসার্ট উপভোগের সুযোগ৷
তবে অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে শরীরের তাপমাত্রা দেখা হয়েছে প্রত্যেকের৷ তাপমাত্রা যাদের স্বাভাবিক ছিল তাদের হাতে একটা করে এফএফপি২ মাস্ক তুলে দিয়েছে আয়োজকরা৷ অনুষ্ঠান চলার সময় সেই মাস্ক পরে থাকতে হয়েছে প্রত্যেককে৷ এছাড়া একটা করে ‘কন্টাক্ট ট্রেসারও দেয়া হয়েছিল সবাইকে৷
এত সতর্কতামূলক ব্যবস্থা ছিল বলেই কনসার্টটি থেকে উঠে আসা তথ্যকে গুরুত্ব দিতে রাজি নন অনেক সমালোচক৷ তারা মনে করেন, স্বাভাবিক অবস্থায় মানুষ এভাবে করোনা পরীক্ষা করিয়ে কনসার্টে যায় না, আনন্দে মত্ত অনেকে প্রচুর অ্যালকোহল পান করে আর এফএফপি২ মাস্কও থাকে না কারো মুখে৷ তাদের মতে, কঠোর নিয়মের শৃঙ্খলে আবদ্ধ একটা কনসার্টে করোনার সংক্রমণ না ছড়ালেই সেখান থেকে প্রেরণা নিয়ে আরো অনেক বড় কনসার্ট আয়োজনের চিন্তাটা হাস্যকর৷
কনসার্টের শিল্পী টিম বেন্ডসকো তা মনে করেন না৷ তিনি মনে করেন, উদ্যোগটা খুব ভালো, কারণ, এর মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার অদম্য ইচ্ছা প্রকাশ পেলো৷
শনিবারের কনসার্টের ভেনু লাইপসিশ আরেনার ম্যানেজার এখন শনিবারের কনসার্ট কতটা আশার আলো জাগাতে পারে তা জানার অপেক্ষায়৷ তবে ১৫০০ দর্শনার্থীর সব তথ্য যাচাই করে প্রতিবেদন করা সহজ কাজ নয়৷ তথ্য সংগ্রহের দায়িত্ব পাওয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার অব হালে জানিয়েছে, কনসার্টটি সম্পর্কে সব তথ্য প্রকাশ করা হবে আগামী সেপ্টেম্বরে৷
এলিজাবেথ গ্রেনিয়ার/এসিবি