কত বেশি সড়ক দুর্ঘটনা হয় ইউরোপে?
অনেক সাবধানতামূলক ব্যবস্থা নেয়া হলেও জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে কমছে না সড়ক দুর্ঘটনার হার৷ ছবিঘরে থাকছে জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে ঘটা সড়ক দুর্ঘটনার তথ্য৷
এত সড়ক দুর্ঘটনা জার্মানিতে?
কঠোর নিয়ম কানুন মেনে গাড়ি চালাতে হয় জার্মানিতে৷ তারপরও প্রতি বছর দেশটিতে কয়েক হাজার সড়ক দুর্ঘটনা ঘটে৷ দেশটির ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে জার্মানিতে ছোট-বড় মিলিয়ে মোট পাঁচ হাজার ৯২৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে৷
বেশি দুর্ঘটনা সরকারি যানবাহনে
এ সময়ের মধ্যে ঘটা সড়ক দুর্ঘটনাগুলোর বেশিরভাগই ঘটেছে সরকারি যানবাহনগুলোর সাথে৷ পরিসংখ্যান বলছে, ২০১৭ সালের মোট পাঁচ হাজার ৯২৬টি সড়ক দুর্ঘটনার মধ্যে চার হাজার ৫২টি ঘটেছে রাষ্ট্রায়ত্ব বাসের দ্বারা৷ মাত্র ২২৯টি দুর্ঘটনার শিকার ছিল পর্যটকবাহী যানবাহন৷
মৃতের সংখ্যা খুব বেশি নয়
পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে জার্মানিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ২২ জন৷ নিরাপদ সড়ক আইন কার্যকর করা ও মেনে চলার কারণেই দুর্ঘটনার ভয়াবহতা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
ইউরোপে সড়ক দুর্ঘটনা
ইউরোপিয়ান কমিশনের ২০১৮ সালে প্রকাশিত বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন বলছে, ২০১৬ সালে ইউরোপের দেশগুলোতে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার ছয়শ’৷ আর এ সড়ক দুর্ঘটনাগুলোতে মোট ১৪ লাখ লোক আহত হন৷
বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনাকে মানুষের মৃত্যুর অষ্টম প্রধানতম কারণ উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর সারা বিশ্বে প্রায় ১৪ লাখ লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়৷
আরআর/এসিবি (বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউরোপীয়ান কমিশন)