1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর লকডাউনেও সংক্রমণের রেকর্ড

২৬ আগস্ট ২০২১

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে গত দুই মাস কঠোর লকডাউন চলছে৷ তারপরও সেখানে করোনা সংক্রমণ বাড়ছে৷ যে রাজ্যে সিডনি অবস্থিত সেই নিউ সাউথ ওয়েলসে বৃহস্পতিবার রেকর্ড এক হাজার ২৯ জন সংক্রমিত হয়েছেন৷

https://p.dw.com/p/3zWl9
Australien Sydney | Ausbruch Delta Variante Coronavirus
ছবি: Jane Wardell/REUTERS

পশ্চিম সিডনি সংক্রমণের মূল কেন্দ্র হয়ে উঠেছে৷ রোগীর ভিড় সামলাতে সেখানকার বড় দুটি হাসপাতালের বাইরে তাঁবু খাটিয়ে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷

এদিকে সংক্রমণ বেড়ে চললেও আগামী সোমবার থেকে টিকাপ্রাপ্তদের জন্য লকডাউন কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী৷ তবে এটি সিডনির জন্য প্রযোজ্য হবে না৷

টেনেসি, যুক্তরাষ্ট্র

রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এখন যতজন করোনায় সংক্রমিত হচ্ছেন তার ৩৬ শতাংশ শিশু৷ আগে এই সংখ্যাটি ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে ছিল৷

জাপান

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মডার্নার ১৬ লাখ ৩০ ডোজ টিকার ব্যবহার স্থগিত রাখার ঘোষণা দিয়েছে৷ জাপানে মডার্নার টিকা বিক্রির দায়িত্ব পাওয়া কোম্পানি তাকেদা বলছে, তারা নির্দিষ্ট ব্যাচের টিকার মধ্যে ‘ফরেন সাবস্টেন্স' পেয়েছেন৷ তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

জার্মানি

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬২৬ জন সংক্রমিত হয়েছেন৷ মারা গেছেন ২১ জন৷

জেডএইচ/কেএম