মৌলবাদ ও নাস্তিকতা
৪ সেপ্টেম্বর ২০১৩সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয় বিষয়ের ছড়াছড়ি সবসময়ই থাকে৷ তার ভিড়ে হারিয়ে যায় খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়৷ সেরকম একটি বিষয়ই চোখে পড়েছে আলাদাভাবে৷ এক ব্লগার মনে করেন, কট্টর নাস্তিক এবং কট্টর মৌলবাদ – দুটোই ভয়ংকর৷
আমার ব্লগ-এ মসনদ বিন তৈফুর ভুইয়া নিলয় নিজের এ মতামত জানিয়েছেন ছোট্ট একটি লেখার মাধ্যমে৷ তাঁর লেখার শিরোনাম, ‘কট্টর মৌলবাদ এবং কট্টর নাস্তিক দুটোই একটি জাতির জন্য অভিশাপ'৷ তাঁর মতে, ‘‘মৌলবাদী না হলে কেউ ইমানদার কিংবা ধর্মভীরু নয়, এটা যেমন চরম ভুল একটা ধারণা, তেমনি নাস্তিক না হলে কেউ প্রগতিশীল বা মুক্তমনা হতে পারবে না, এটাও চরম ভুল৷ ধর্মভীরু কিংবা নাস্তিক হয়েও প্রগতিশীল হওয়া যায়৷ মুক্তমনা, প্রগতিশীল তো তাঁরাই যাঁরা সবকিছু (যা কিছু অন্যের জন্য ক্ষতিকর নয়) সহজভাবে গ্রহণ করতে পারেন এবং নিজের বিশ্বাস এবং ভাবনাকে অন্যের উপর চাপিয়ে না দিয়ে প্রত্যেকের অনুভূতিকেই সম্মান করেন আর নিজ নিজ অবস্থানে জ্ঞানের চর্চা করেন৷''
মসনদ বিন তৈফুর ভুইয়া নিলয় কি ভুল কিছু বলেছেন? আমার ব্লগ-এ টুম্পা আখতার প্রিয়ার লেখার বিষয়, ‘‘রাজনীতি নিয়ে মারামারি কাটাকাটি হাতাহাতি'' এবং জনমনে এর প্রভাব, প্রতিক্রিয়া৷ সামহয়্যার ইন ব্লগে জাবের তুহিন লিখেছেন খুব দরকারি বিষয় নিয়ে৷ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরতে গিয়ে জাপানের একটি প্রবাদও শুনিয়েছেন তিনি৷ সবাই মিলে কাজ করলে যে ভালো হয় তা বোঝানোর জন্য সহজ একটি দৃষ্টান্ত দিয়েছেন৷ তবে কোনো কাজ নিজে জেনে অন্যকেও জানানোর লাভ বোঝাতে গিয়ে জাবের তুহিন শুনিয়েছেন জাপানের একটি প্রবাদ৷ তুহিনের ভাষায়, ‘‘জাপানে একটা প্রবাদ আছে – তুমি যদি আমাকে আজ একটা মাছ ধরে দিয়ে যাও তবে আমি আজকে মাছ খেতে পারবো৷ আর তুমি যদি আমাকে মাছ ধরা শিখিয়ে দাও তবে আমি প্রতিদিন মাছ খেতে পারবো৷''
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ