1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কক্সবাজারে শরণার্থী শিবিরে আগুন

আব্দুর রহমান কক্সবাজার
৮ মার্চ ২০২২

কক্সবাজারের শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় চার বছরের মো. আয়াস নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে সাড়ে চারশ ঘরবাড়ি পুড়ে গেছে৷ সেখানে বেশ কিছু দোকানপাটও রয়েছে৷

https://p.dw.com/p/48B0W
Bangladesch Rohingya-Lagern im Kutupalang-Gebiet von Ukhiya Upazila in Cox’s Bazar brach Feuer aus
ছবি: Abdur Rahman

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা৷ এর আগে বিকেলে ক্যাম্পের এক মাঝির ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান রোহিঙ্গারা৷

দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উখিয়া স্টেশনের কমকর্তা জাহেদ চৌধুরী বলেন, ‘‘ক্যাম্পে আগুন লাগার ঘটনায় চার বছরের এক শিশু নিহত হয়েছে৷ এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে চারশ ঘরবাড়িসহ দোকানপাট পুড়ে গেছে৷ তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি৷''

অবশ্য শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা সন্দেহের বাহিরে নয় উল্লেখ করে কক্সবাজারের শিবিরে রোহিঙ্গা ইয়ুথ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কিন মং বলেন, ‘‘ক্যাম্পে আগুন লাগার ঘটনায় প্রায় আড়াই হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে৷ দ্রুত এসব মানুষদের জরুরি প্রয়োজনীয় সেবা দেয়া দরকার৷ ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে চারশ ঘরবাড়ি পুড়ে গেছে৷''

শিবিরে আগুনে নিহত শিশুর ঘটনাটি দুঃখজনক জানিয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সামছু-দৌজা নয়ন বলেন, ‘‘শিবিরে অগ্নিকাণ্ডে চারশর বেশি ঘরবাড়ি পুড়ে গেছে৷ ক্ষতিগ্রস্তদের জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানের কাজ চলছে৷ এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে৷''

Bangladesch Rohingya-Lagern im Kutupalang-Gebiet von Ukhiya Upazila in Cox’s Bazar brach Feuer aus
ছবি: Abdur Rahman

ক্ষতিগ্রস্ত উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা শফিক উল্লাহ বলেন, ‘‘আগুনে পুড়ে সব নিঃস্ব হয়ে গেছি৷ এখানে সাড়ে চারশ ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে৷ সেখানে বেশ কিছু দোকানপাটও ছিল৷ আগুন লাগার ঘটনায় চার বছরের এক শিশু মারা গেছে৷ এখানে বারবার আগুন লাগার পেছনে রহস্য রয়েছে৷ ফলে ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা অব্যাহত রয়েছে৷''

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, ‘‘ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে৷ এখন ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা৷''

বালুখালী ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল জানান যে তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ তিনি বলেন, ‘‘বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল৷ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত সেটি খতিয়ে দেখা দরকার৷''

গত ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিূল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে রোববার সন্ধ্যায় এক অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যাওয়ায় তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারিয়েছেন৷ এর আগে ২ জানুয়ারি  বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে৷ এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা৷ তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে গিয়েছিল৷

Bangladesch Rohingya-Lagern im Kutupalang-Gebiet von Ukhiya Upazila in Cox’s Bazar brach Feuer aus
ছবি: Abdur Rahman
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য