ফুটবলাররা সাবধান!
১৬ জানুয়ারি ২০১৪২০১০ বিশ্বকাপেও ছিলেন ইংল্যান্ডের হাওয়ার্ড ওয়েব৷ স্পেন-নেদারল্যান্ডস ফাইনাল পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি৷ ম্যাচে স্পেনের সঙ্গে ফুটবল স্কিলের লড়াই ছেড়ে শারীরিক শক্তি প্রয়োগে নেমেছিলেন ডাচ ফুটবলাররা৷ ওয়েব পরিস্থিতি সামাল দিতে এত কঠোর হয়েছিলেন যে ফুটবল বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, তাতে খেলার গতি খুব বেশি ব্যহত হয়েছে৷ সেই ম্যাচে ১৪টি হলুদ কার্ড আর একটি লাল কার্ড দেখিয়েছিলেন ওয়েব৷ ইংল্যান্ডের রেফারি হাওয়ার্ড ওয়েব মাঠে থাকবেন – এ খবর জানলে ব্রাজিল বিশ্বকাপে কোনো দলের খেলোয়াড়ই যে মাথা গরম করে পার পাওয়ার আশা করবেন না তা আগেভাগেই বলে দেয়া যায়৷
২৫ জন রেফারি বেছে নেয়ার সময় বড় আসরের ম্যাচ পরিচালনায় অভিজ্ঞদেরই বেশি স্থান দেয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা৷ সঙ্গে রেফারিদের ব্যক্তিত্ব, ফুটবল ম্যাচ পড়তে পারা, প্রত্যেকটি দলের বিশেষ বিশেষ কৌশল বুঝতে পারার সামর্থও গুরুত্ব পেয়েছে বলে এক বিবৃতির মাধ্যমে ফুটবলের এই সর্বোচ্চ সংস্থাটি জানায়৷ ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে দায়িত্ব পালন করা ১০ জনের মধ্যে ৯ জন রেফারিকেই রাখা হয়েছে৷ ব্রাজিলে অনুষ্ঠিত সেই আসরের রেফারিদের মধ্যে বাদ পড়েছেন শুধু ডিয়েগো আবাল৷ আর্জেন্টাইন এই রেফারিকে বাদ দিয়ে সেই দেশেরই নেস্টর পিটানাকে সুযোগ দিয়েছে ফিফা৷
এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)