ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন
২১ এপ্রিল ২০০৯লাইব্রেরিতে বই পড়তে গেলে কত ঝামেলা, ক্যাটালগ দেখা, এই তাক থেকে সেই তাকে বই খোঁজা৷ পড়তে গেলেও আবার নানা নির্দেশ, পাতা ভাঁজ করবেন না, ছিঁড়ে গেলে জরিমানা৷ যদি এমন কোন লাইব্রেরি হয় যেখানে এসব কিছু নেই৷ নেই ক্যাটালগ খুঁজতে খুঁজতে হয়রান হওয়া কিংবা পাতা ছিঁড়ে যাওয়ার ভয়৷ ডিজিটাল যুগের কল্যাণে এখন তা সম্ভব হয়েছে৷ ইন্টারনেটের ফলে পুস্তকের পাতা এখন চলে এসেছে কম্পিউটার স্ক্রিনে৷
বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি হচ্ছে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেস যেখানে রয়েছে ১৩০ মিলিয়ন বই ও পান্ডুলিপি৷ এখানকার লাইব্রেরিয়ান হলেন জেমস বিলিংটন৷ তাঁর মাথাতেই প্রথম এই চিন্তা আসে, যদি এ বিশাল জ্ঞান ভান্ডারকে ছোট করে মানুষের সামনে তুলে ধরা যেত৷ সেই চিন্তা থেকে তিনি কাজ শুরু করেন গোটা বিশ্বের বই পুস্তককে ডিজিটাল আকারে প্রকাশ করার৷ তাঁর এ উদ্যোগে সাহায্য করতে এগিয়ে আসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো৷ ২০০৭ সালে ইউনেস্কোর সহায়তায় তিনি পরীক্ষামূলকভাবে চালু করেন ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরি ডট অর্গ নামে ডিজিটাল লাইব্রেরিটি৷ দুই বছর পরীক্ষামূলকভাবে চালু থাকার পর মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরির ওয়েবসাইটটি৷
কেবল ইউনেস্কো নয় আরো ৩২টি প্রতিষ্ঠান দিনরাত পরিশ্রম করেছে এই ডিজিটাল লাইব্রেরিটি গড়ে তুলতে৷ কি নেই এতে, হাজার হাজার বছরের প্রাচীন চীনা ক্যালিগ্রাফি থেকে শুরু করে ল্যাটিন আমেরিকার ছবি, দুর্লভ বই, মানচিত্র, পান্ডুলিপি ও চিত্রলিপি৷ এমনকি নামকরা পুরনো সিনেমার ক্লিপিংসও রয়েছে এই ডিজিটাল লাইব্রেরিতে৷
মোট সাতটি ভাষায় পড়া যাবে ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরির বইপত্র ও অন্যান্য জিনিস৷ এগুলো হচ্ছে আরবি, চীনা, ইংরেজি, ফরাসী, পতুগিজ, রুশ এবং স্প্যানিশ৷ ইউনেস্কো আশা করছে এই বছর শেষ হওয়ার আগেই কমপক্ষে ৬০টি দেশকে ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরির অংশীদার করা সম্ভব হবে৷
হয়তো আর বেশি দেরী নেই যেদিন সবগুলো লাইব্রেরিতে দেখা যাবে সারি সারি বইয়ের আলমারির পরিবর্তে কম্পিউটার ডেস্ক৷ কাগজে ছাপা বইয়ের জায়গায় রাখা আছে কম্পিউটার৷ অথবা দেখা যাবে সনাতন কোন লাইব্রেরিরই আর প্রয়োজন নেই৷ তবুও প্রশ্ন থেকে যায়, কাগজের বইয়ের আবেদন কি আসলেই কখনো ফুরোবে? পড়ার ঘরের ছোট্ট লাইব্রেরিটির দিকে তাকিয়ে যে তৃপ্তি তা কি ইন্টারনেটে মিটবে?
প্রতিবেদক: রিয়াজু্ল ইসলাম, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক