1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেসিডেন্ট নির্বাচন

৭ সেপ্টেম্বর ২০১২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর দু’মাস বাকি৷ প্রচারণা চলছে পুরোদমে৷ পরবর্তী প্রেসিডেন্ট কে হতে চলেছেন সে সম্পর্কে ধারণা নিতে চলছে জনমত জরিপ৷ এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাষ পাওয়া যাচ্ছে৷

https://p.dw.com/p/164dX
ছবি: Reuters

মূল দুই প্রতিপক্ষ - বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী মিট রমনি৷ এই লড়াইয়ে ওবামাকেই একটু এগিয়ে রাখছেন যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবু নাসের রাজিব৷

MMT BM/070912/Interview US election - MP3-Mono

তবে ফলাফল কী হতে চলেছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া কঠিন৷ বুধবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ওবামার পক্ষে দীর্ঘ এক ভাষণ দিয়ে রিপাবলিকানদের বেশ অস্বস্তিতে ফেলেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন৷ আসলেই কি তাই? আবু নাসের রাজিব গুরুত্ব দিচ্ছেন অভিবাসীদের সমর্থনের বিষয়টিকেও৷ এমনিতে সর্বশেষ জরিপ অনুযায়ী ওবামা- রমনি সমানে সমান৷ তবে অভিবাসীদের মাঝে বারাক ওবামার গ্রহণযোগ্যতা যথেষ্ট বেশি৷ প্রবাসী এই শিক্ষাবিদ মনে করেন এ বিষয়টি রমনিকে সমস্যায় ফেলতে পারে৷

ওবামা থেকে গেলে কিংবা রমনি ক্ষমতায় এলে কি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে? হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী না থাকলে কি এ সম্পর্কের কোনো উন্নতি হতে পারে? এমন অনেক বিষয়ই উঠে এসেছে সাক্ষাৎকারে৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য