ইলিয়াস আলী নিখোঁজ
১৯ এপ্রিল ২০১২ইলিয়াস আলীর স্ত্রী তাহশিনা রুশদি লুনা, ইলিয়াস আলীকে উদ্ধারের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন সকালে৷ বিকেলে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি শেখ হাসান আরিফ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারের ওপর রুল জারি করেন৷ আদালত জানতে চায়, ইলিয়াস আলীকে উদ্ধার করে কেন আদালতে হাজির করার নির্দেশ দেয়া হবে না৷ ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে৷ আর ঢাকা মহানগর হাকিম মনিরুজ্জামান তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন পুলিশকে৷ প্রতি ৪৮ ঘণ্টা পর আদলতকে তদন্ত অগ্রগতি জানাতে বলা হয়েছে৷
এদিকে বিএনপি ইলিয়াস আলীকে উদ্ধারের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারক লিপি দিয়েছে৷ বিএনপি নেতারা সচিবালয়ে স্বারাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আবেদন জানান৷ সচিবালয়ে বৈঠকের পর বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, এই ধরনের অপহরণ আর গুমের ঘটনা গণতন্ত্রের জন্য অশনিসংকেত৷ সরকার চাইলে ইলিয়াস আলীকে উদ্ধার করা সম্ভব৷ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, এই ঘটনায় সরকার বিব্রত৷ তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে৷
অন্যদিকে, ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি৷ বিএনপি'র নেতা-কর্মীরা বলেছেন, তাঁকে উদ্ধার করা না হলে লাগাতার হরতাল দেয়া হবে৷ ইলিয়াস আলী সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য৷
মঙ্গলবার রাতে ইলিয়াস আলি ও তাঁর গাড়ির ড্রাইভার নিখোঁজ হন৷ রাত ১০টার দিকে বনানীর বাসা থেকে বের হয়ে তাঁরা আর ফিরে আসেননি৷ পুলিশ ইলিয়াস আলীর প্রাইভেট কার এবং ড্রাইভারের মোবাইল ফোন বনানী এলাকা থেকেই উদ্ধার করেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ