1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মালয়েশিয়ায় গণকবর

২৫ মে ২০১৫

থাইল্যান্ডের পর এবার মালয়েলশিয়াতেও পাওয়া গেল গণকবর৷ পাদাং বেসার শহরের কাছের এক গ্রামে পাওয়া গেছে ১৩৯টি কবরের খোঁজ৷ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, দোষীদের গ্রেপ্তার করা হবে৷

https://p.dw.com/p/1FW5M
Asien Indonesien Flüchtlingskrise medizinische Versorgung
(ফাইল ফটো)ছবি: Reuters/Roni Bintang

এ মাসেই থাইল্যান্ডের শংখলা প্রদেশে পাচারকারীদের ক্যাম্পে গণকবরের সন্ধান পাওয়া যায়৷ সেখানে ২৬টি দেহাবশেষও পাওয়া গিয়েছিল৷ এবার মালয়েশিয়াতেও পাওয়া গেল গণকবর৷ সেখানেও অভিবাসনপ্রত্যাশীদেরই মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল জানিয়েছেন, মৃতদেহগুলো রোহিঙ্গা নাকি বাংলাদেশিদের এ বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি৷

রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরের শহর পেদাং বেসার শহরের কাছের গ্রাম ওয়াং কালিয়ান গ্রামে পাওয়া গেছে ১৩৯টি কবর৷ অনেক কবরে একাধিক লাশ রয়েছে৷ তবে কবরগুলো নতুন নয়৷ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি জানিয়েছেন, কবরগুলো কমপক্ষে পাঁচ বছর আগের৷ সুতরাং মালয়েশিয়ায় অনেকদিন ধরেই মানবপাচারকারীরা খুব তৎপর এবং তাঁদের কবলে পড়ে অভিবাসন প্রত্যাশীরা যে অনেক দিন ধরেই যে প্রাণ হারাচ্ছেন তা পরিষ্কার৷

Thailand Grenze Myanmar Massengrab Migranten
এর আগে থাইল্যান্ডেও গণকবরের সন্ধান পাওয়া যায়ছবি: Reuters/S. Boonthanom

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক জানিয়েছেন, অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর জন্য দায়ী মানবপাচারকারীদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ এমন আশ্বাস দিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘মালয়েশিয়ার মাটিতে কবরের সন্ধান পাওয়া যাওয়াটা খুব দুশ্চিন্তার বিষয়৷ দায়ীদের খুঁজে বের করা হবে৷'' নাজিব রাজাক এখন তিন দিনের সফরে জাপানে রয়েছেন৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য