‘প্রকৃত’ ই-কার
২১ সেপ্টেম্বর ২০১৩পেট্রোলিয়ামের ভাণ্ডার একদিন ফুরিয়ে যাবে৷ তার আগে পর্যন্ত বাড়তে থাকবে তেলের দাম৷ অগত্যা? ইলেকট্রিক শক্তিচালিত গাড়ির ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে জার্মানির বিএমডাব্লিউ৷ এতকাল পরীক্ষামূলক কিছু গাড়ি দেখেই সন্তুষ্ট থাকতে হতো৷ আইথ্রি মডেলটি কিন্তু বড় আকারে কারখানায় তৈরি হবে৷
ফ্রাংকফুর্ট শহরে আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীতে বিএমডাব্লিউ-র কর্মকর্তা হ্যার্বার্ট ডিস জানালেন, ‘‘বিপ্লব শুরু হয়ে গেছে৷'' আইথ্রি মডেলের মধ্যে সত্যি বিপ্লবের ছোঁয়া আছে৷ গাড়ির বডি বা কাঠামোই তার প্রমাণ দেয়৷ ভারি টিনের আস্তরণ নয়, এই গাড়িতে ব্যবহার করা হয়েছে হাল্কা কার্বন৷ অর্থাৎ বিশেষ ব্যাটারির কারণে যে বাড়তি ওজন হবে, হাল্কা কাঠামো তা কমিয়ে দিচ্ছে৷ বড় আকারে সেই কার্বন তৈরির কাজও শুরু হয়ে গেছে৷ ‘এসজিএল কার্বন' নামের এক কোম্পানির সঙ্গে সহযোগিতায় এটা সম্ভব করছে বিএমডাব্লিউ৷ এটা একটা বড় চ্যালেঞ্জ৷ কারণ আকাশছোঁয়া দামের কারণে এতকাল কোনো কোম্পানি বড় আকারে কার্বন তৈরির চেষ্টা করেনি৷ কিন্তু বিশাল সংখ্যায় আইথ্রি মডেল উৎপাদন করতে হলে কাঁচামাল হিসেবে কার্বন চাই৷ বিএমডাব্লিউ ও এসজিএল কার্বন বহু বছর ধরে এই নিয়ে ভাবনা-চিন্তা করে অবশেষে সাফল্য পেয়েছে৷ গত জুলাই মাস থেকেই কার্বন উৎপাদন শুরু হয়ে গেছে৷
বিএমডাব্লিউ-র গোটা পরিকল্পনার মূলমন্ত্র হলো এ রকম৷ বিশাল সংখ্যায় ইলেকট্রিক শক্তিচালিত গাড়ি বিক্রি করতে হলে একদিকে তার দাম অস্বাভাবিক বেশি রাখলে চলবে না৷ অন্যদিকে একবার ব্যাটারি চার্জ করে বহুদূর পর্যন্ত চালাতে না পারলে গাড়িটি আকর্ষণীয় হবে না৷ ঠিক এ কারণেই গাড়িটিকে যতটা সম্ভব হাল্কা রাখতে হবে৷ কার্বন সেই সমাধানের চাবিকাঠি৷
আইথ্রি মডেলের জন্য অপেক্ষা করছে গোটা অটোমোবাইল ক্ষেত্র৷ এতকাল সাধারণ মডেলকে ইলেকট্রিক মডেলে রূপান্তরিত করার প্রবণতা দেখা গেছে৷ এবার আলাদা করে ইলেকট্রিক শক্তিচালিত গাড়ি ডিজাইন করা হলো, যার পেছনে রয়েছে বিএমডাব্লিউ-র মতো বিখ্যাত কোম্পানি৷ অত্যন্ত সাহসী পদক্ষেপ, সন্দেহ নেই৷
যে কোনো প্লাগ-পয়েন্টে ব্যাটারি চার্জ করলে আইথ্রি চলবে ১৫০ কিলোমিটার পর্যন্ত৷ দাম শুরু হচ্ছে ৩৫,০০০ ইউরো থেকে৷ ক্রেতার জন্য থাকছে অভিনব এক পরিষেবা৷ আশেপাশে যেতে হলে ইলেকট্রিক গাড়ি নিয়ে সমস্যা নেই৷ দূরে কোথাও গেলে ব্যাটারি চার্জ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে৷ কিন্তু আইথ্রি-র মালিক হিসেবে ক্রেতা কোম্পানি-র সঙ্গে যোগাযোগ করলেই কয়েক দিনের জন্য সাধারণ পেট্রোল চালিত একটি গাড়ি পেয়ে যাবেন৷