এবার ইরানে খামেনির বিরুদ্ধে বিক্ষোভ
১২ জানুয়ারি ২০২০পাশাপাশি ঘটনাটি কেন প্রথমেই স্বীকার করে নেয়া হয়নি এবং সংকটময় পরিস্থিতে কেন বিমানবন্দর বন্ধ রাখা হয়নি এ প্রশ্নের মুখেও পড়ছে ইরান সরকার৷
ইরানের ছোঁড়া মিসাইলেই ইউক্রেনের বিমান ভূমাতিত হয়েছে, শনিবার সকালে এ তথ্য স্বীকার করে নেয়ার পর সন্ধ্যায় তেহরানের বিভিন্ন সড়কে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ মিছিলে সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনি এবং দেশটির রিভোল্যুশনারি গার্ডের বিরুদ্ধেও স্লোগান ওঠে৷
এদিকে ইরানের এই বিক্ষোভে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ শনিবারই এক টুইটে তিনি বলেন, ‘‘ইরানের সাহসী ও দীর্ঘদিনের নিষ্পেষিত জনতাকে বলছি৷ আমি প্রেসিডেন্ট হওয়ার শুরু থেকেই আপনাদের সঙ্গে আছি৷ আমার প্রশাসন আপনাদের সঙ্গেই থাকবে৷ আমরা এই বিক্ষোভ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং আপনাদের সাহসে আমরা অনুপ্রেরণা পাচ্ছি৷''
শনিবার ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী স্বীকার করে যে, মিসাইলের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে৷ ঘটনাটিকে 'অনিচ্ছাকৃত ভূল' বলে দাবি করে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাক্তিদের আইনের আওতায় আনা হবে৷
গত বুধবার রাতে ইউক্রেনের কিয়েভগামী বিমানটি ইরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়৷ এ ঘটনায় ১৭৬ জন আরোহীর সবাই নিহত হন৷
নিহতদের মধ্যে ৮২ জন ইরানের, ৫৭ জন ক্যানাডার এবং ইউক্রেনের ১১ জন নাগরিক ছিলেন৷
একই রাতে দেশটির কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হত্যার জবাবে ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান৷ এ সময় কয়েক ডজন মিসাইল হামলা চালিয়েছিল দেশটি৷ তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো৷ যদিও ৮০জন মার্কিন সেনা হত্যার দাবি করেছিল ইরান৷
মিনাইল হামলার এ সময়টিতে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হলে আন্তর্জাতিক মহল এর বিধ্বস্তের কারণ অনুসন্ধানে সুষ্ঠ তদন্তের দাবি জানায়৷ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ইউক্রেন, ক্যানাডা ও যুক্তরাষ্ট্র দাবি করে যে, বিমানটি ইরানের মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে৷
তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছিল ইরান৷
বেশ কয়েক জায়গায় বিক্ষোভ
সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে ঘটনার দায় স্বীকারের পর শনিবার দেশটির রাজধানী তেহরান, শিরাজ, এসফাহান, হামেদান ও ওরুমিয়াহ অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করে কয়েক হাজার মানুষ৷
টুইটারে শেয়ার হওয়া নানা ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা নিহত সোলেইমানির ছবি পুড়াচ্ছে ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোউল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করছে৷ তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি৷
২০০৯-১০ সালে অনুষ্ঠিত দেশটির গ্রিন মুভমেন্ট-এর নেতা মেহদি কারুবি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় খামেনিকে পদত্যাগ করার আহ্বান জানান৷ গৃহবন্দী থাকা এ নেতা অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলেন ''খামেনি এ বিষয়ে জানতেন৷'' কিন্তু জনগণকে সময়মতো বিধ্বস্তের কারণ কেন জানানো হয়নি এ প্রশ্ন তোলেন তিনি৷
এদিকে তেহরানের আমির কবির বিশ্বিদ্যালয়ের সামনে এক বিক্ষোভ থেকে 'উসকানি দেওয়ার অভিযোগে' ইরানে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূতকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির তাসনিম নিউজ এজেন্সি৷ তবে কিছু সময় পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷
নিজের টুইটার অ্যাকাউন্টে ইরানের বিক্ষোভের একটি ভিডিও পোস্ট করে মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বলেন ''ইরানের জনগণের কথা খুব স্পষ্ট৷ তাঁরা সরকারের মিথ্যা, দুর্নীতি, অদক্ষতা, এবং নিষ্ঠুরতার প্রতি বিরক্ত৷ আমরা তাঁদের পাশে আছি৷''
আরআর/এডিকে (এপি, এএফপি, রয়টার্স)