1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব!

৩০ মার্চ ২০১৭

দেখলে মনে হবে, কেউ একজন নিখুঁত নৈপুণ্যে রুটি বানাচ্ছেন৷ আর মুহূর্তেই সেগুলো তৈরি হয়ে যাচ্ছে৷ তবে ব্যাপারটা একটু ভিন্ন৷

https://p.dw.com/p/2aHtc
Screenshot Facebook (Facebook/Over the Edge of the Wild)
ছবি: Youtube/Over the Edge of the Wild

রাইস পেপার ঠিক আমাদের অঞ্চলের খাবার নয়৷ সাধারণ রুটির মতো দেখতে হলেও রাইস পেপার অনেক পাতলা, যদিও তৈরি হয় চাল দিয়ে৷

ইউটিউবে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে থাইল্যান্ডের এক নারীকে৷ তিনি হাত দিয়ে একের পর এক রাইস পেপার তৈরি করে যাচ্ছেন৷ উত্তপ্ত কড়াইয়ে হাত দিয়ে একের পর এক এঁকে দিচ্ছেন রুটির মতো দেখতে রাইস পেপার৷ মুহূর্তেই তৈরি হয়ে যাচ্ছে সেগুলো আর পৌঁছে যাচ্ছে পাশে থাকা আরেক ব্যক্তির কাছে৷ তিনি আবার সেগুলো পরম যত্নে একটির উপর আরেকটি রেখে দিচ্ছেন৷

রাইস পেপারকে তুলনা করা যেতে পারে আমাদের অঞ্চলের ডোসার সঙ্গে৷ তৈরির ধরণ এবং উপাদান অনেকটা একই রকম৷ কেউ যদি সেটি বানাতে খুবই উৎসাহী হন, তাহলে দেখতে পারেন এই ভিডিওটি

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য