1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

এডেন উপসাগরে মৃত দুই মার্কিন নেভি সিল

২২ জানুয়ারি ২০২৪

১০ দিন ধরে এডেন উপসাগরীয় অঞ্চলে তাদের খোঁজার কাজ চলেছে। অবশেষে মার্কিন প্রশাসন জানালো, ওই দুই নেভি সিলের মৃত্যু হয়েছে।

https://p.dw.com/p/4bWWu
এই ছোট নৌকো করে ইরান থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র পাঠানো হচ্ছিল বলে খবর
ছোট নৌকো করে ইরান থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র পাঠানোর খবরে অভিযানে নেমেছিল মার্কিন নেভি সিলছবি: U.S. Central Command/abaca/picture alliance

গত ১১ জানুয়ারি এডেন উপসাগরীয় অঞ্চলে রাতের অন্ধকারে একটি অপারেশন চালাচ্ছিল মার্কিন নেভি সিল। তাদের কাছে খবর ছিল একটি ছোট নৌকো করে ইরান থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র পাঠানো হচ্ছে। ওই নৌকোটি খোঁজার জন্য অপারেশনে নেমেছিল নেভি সিল।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ওই দিন সমুদ্র খুব উত্তাল ছিল। তারই মধ্যে অভিযান চালানো হচ্ছিল। এই পরিস্থিতির মধ্যেই নিখোঁজ হয়ে যান দুই নেভি সিল। গত ১০ দিন ধরে তাদের উদ্ধার করার জন্য অভিযান চালানো হয়। অ্যামেরিকা, জাপান এবং স্পেনের বিমান ও জাহাজ গোটা এলাকা তন্নতন্ন করে খুঁজেছে। কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি।

রোববার মার্কিন নেভি সিলের জেনারেল মাইকেল এরিক কুরিলা জানিয়ে দিয়েছেন, ওই দুই নেভি সিলের মৃত্যু হয়েছে। ফলে আর তল্লাশি অভিযান চালানো হবে না। একটি বিবৃতিও জারি করা হয়েছে।

লোহিত সাগর অঞ্চলে পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। ইরান এই বিদ্রোহীদের মদত দেয়। হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। ফলে ওই অঞ্চলে কার্যত এক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে আছে। সেই অভিযানই একটি গুরুত্বপূর্ণ অপারেশন ছিল গত ১১ জানুয়ারি। রাতের অন্ধকারে যখন হুতিদের অস্ত্র বাজেয়াপ্ত করতে নেমেছিল মার্কিন নেভি সিল। তখনই ওই দুই নেভি সিল নিখোঁজ হন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য