1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক বছরে ঘরছাড়া সাড়ে তিন কোটি মানুষ

২৮ এপ্রিল ২০২০

ঘূর্ণিঝড়ের কারণে ২০১৯ সালে বিশ্বের প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষকে নিজের ঘর ছেড়ে দেশের ভেতর অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছিল বলে মঙ্গলবার জানিয়েছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার, আইডিএমসি৷

https://p.dw.com/p/3bVHj
ছবি: DW/M. Rahman

গতবছর বাংলাদেশ, ভারত ও মোজাম্বিকে সাইক্লোন, আর বাহামায় ডোরিয়ান হ্য়ারিকেন আঘাত হেনেছিল৷ 

বন্যার কারণে ২০১৯ সালে ঘরছাড়া হয়েছেন প্রায় এক কোটি মানুষ৷ গতবছর  বেশিরভাগ বন্যা হয়েছে আফ্রিকাতে৷

দাবানল, খরা, ভূমিধস আর চরম তাপমাত্রার জন্য প্রায় নয় লাখ মানুষ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন৷ রেকর্ড ভাঙা তাপমাত্রার কারণে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় গতবছর দাবানল ছড়িয়ে পড়েছিল৷

আরো প্রায় এক কোটি মানুষ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প থেকে বাঁচতে অন্য জায়গায় চলে গিয়েছিলেন বা সরকার তাদের সরিয়ে নিয়েছিল বলে জানিয়েছে আইডিএমসি৷

এছাড়া বুর্কিনাফাসো, কঙ্গো, ইথিওপিয়া, দক্ষিণ সুদান ও সিরিয়ায় যুদ্ধের কারণে গতবছর ঘর ছেড়ে পালিয়েছেন প্রায় ৮৫ লাখ মানুষ৷ 

সব মিলিয়ে ২০১৯ সালে প্রায় তিন কোটি ৩৪ লাখ মানুষ ঘরছাড়া হন বলে জানিয়েছে আইডিএমসি৷

সংস্থাটি বলছে, ঘরছাড়াদের অনেকে আবার ঘরে ফিরে আসে৷ তবে একটা অংশ আর ফিরতে পারে না৷ ফলে ২০১৯ সাল শেষে মোট পাঁচ কোটি আট লাখ মানুষ ঘরছাড়া ছিল, যা এ পর্যন্ত সর্বোচ্চ৷ 

এদের অনেকে অল্প জায়গায় একসঙ্গে বসবাস করছেন৷ এ কারণে তাদের অনেকে সহজেই করোনায় আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন আইডিএমসির পরিচালক আলেকজান্দ্রা বিলাক৷

তবে আইডিএমসির এসব পরিসংখ্যান আশার কথাও শুনিয়েছে৷ সেখানে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জন্য যারা ঘর ছেড়েছেন, তাদের অধিকাংশকেই দুর্যোগের পূর্বাভাস পেয়ে আগেই সরিয়ে নেয়া হয়েছে৷ ফলে মৃত্যুর সংখ্যা যেমন কমেছে, তেমনি দুর্যোগ শেষে ঘরবাড়ি টিকে থাকলে সেখানে ফিরতেও পেরেছেন অনেকে৷

আইডিএমসি বলছে, বাংলাদেশ, ভারতের পূর্ব-সতর্কীকরণ ব্যাবস্থা ভালো হওয়ার কারণে ফণী, বুলবুলের সময় লাখ লাখ মানুষকে সময়মতো সরিয়ে নেয়া সম্ভব হয়েছে৷ একই কারণে লেকিমা ও কামুরি ঝড়ের পূর্বাভাস পেয়ে চীন ও ফিলিপাইন্সও তাদের নাগরিকদের বিপদমুক্ত করতে পেরেছে৷

তবে পূর্ব-সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় আফ্রিকায় সাইক্লোন ইডাই ও কেনেথের কারণে কম মানুষ ঘরছাড়া হয়েছেন, কিন্তু মারা গেছেন বেশি মানুষ৷

জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য