অভিবাসীরা আশ্রয় পেলো
২১ মে ২০১৫বুধবার মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ৭,০০০ রোহিঙ্গা অভিবাসীকে অস্থায়ী আশ্রয় দেয়ার ব্যাপারে একমত হয়৷ অন্যদিকে মিয়ানমার সরকার আগামী সপ্তাহে এই সংকট নিয়ে ব্যাংককে একটি সম্মেলনে যোগ দেবে বলে জানিয়েছে৷ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর ফেসবুকে লিখেছেন, সমুদ্রে নৌযানে ভাসতে থাকা অভিবাসন-প্রত্যাশীদের খোঁজ ও উদ্ধারে অভিযান চালাতে দেশটির নৌবাহিনী ও কোস্ট গার্ডকে নির্দেশ দিয়েছেন তিনি৷ এএফপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে আটকা পড়াদের জন্য স্থল ও সাগর পথে মানবিক সহায়তা দেওয়ার কথাও বলেছেন তিনি৷
মালয়েশিয়ার নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এরই মধ্যে সাগরে অভিযান শুরু করেছেন৷ এদিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরমানাথা নাসির জানিয়েছেন, সমুদ্রে অভিবাসীদের খোঁজে অভিযান চলছে৷
৪০ শতাংশ বাংলাদেশি
নাসির জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় পৌঁছানো অভিবাসীদের ৪০ শতাংশই বাংলাদেশি৷ এ মাসে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় তিন হাজারের বেশি অভিবাসী আশ্রয় নিয়েছে৷
জাতিসংঘের আহ্বান
এর আগে জাতিসংঘের আহ্বানের পর বুধবার কুয়ালালামপুরে জরুরি বৈঠক করে সাগরে ভাসমান প্রায় সাত হাজার মানুষকে সাময়িকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া৷ সেইসঙ্গে এ সংকট থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছে দেশ দুটি৷ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এসব অভিবাসীদের এক বছরের জন্য আশ্রয় দেবে৷ এরপর আন্তর্জাতিক সহায়তায় এসব অভিবাসীকে অন্য কোনো দেশে আবাস খুঁজে নিতে হবে৷ ওই বৈঠকে থাইল্যান্ড অংশ নিলেও অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে দেশটির পক্ষ থেকে কিছু বলা হয়নি৷
অস্ট্রেলিয়ার অবস্থান
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবোট বলেছেন, ‘‘এই অভিবাসীদের আশ্রয় দিলে তাদের মনোভাবকে প্রশ্রয় দেয়া হবে৷ ফলে নৌকায় করে মানুষ আসার সংখ্যা বাড়তেই থাকবে এবং এটা সামাল দেয়া কঠিন হয়ে পড়বে৷ তাদের বুঝিয়ে দেয়া উচিত যে এভাবে নৌকায় করে বেরিয়ে পড়লে তুমি যা চাচ্ছো তার কোনটাই পাবে না৷'' এর উত্তরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘‘অস্ট্রেলিয়ার মতো যেসব দেশ শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেছে তারা কোনোভাবেই এ দায় এড়াতে পারে না৷'' উল্লেখ্য, ২০১৩ সালে অ্যাবোট সরকার ক্ষমতায় আসার পর নৌকায় আসা অভিবাসীরা যেন কোনো দ্বীপে আশ্রয় নিতে না পারে তাই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উপকূলে৷
অভিবাসীদের অভিজ্ঞতা
ইন্দোনেশিয়ায় পৌঁছানো অভিবাসীদের একজন সিরাজুল ইসলাম৷ তিনি জানান, তাদের নৌকাটি থাইল্যান্ড উপকূলে পৌঁছানোর পর সেখানকার নৌবাহিনী তাদের কিছু খাদ্য ও পানীয় দিয়েছিল এবং ১০ মিনিটের মধ্যেই সেখান থেকে চলে যেতে নির্দেশ দিয়েছিল৷ ঐ নৌকায় শিশু ও নারীসহ ১০ জন না খেতে পেয়ে মারা গেছে৷
এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)