1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে আগস্টের হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

২২ আগস্ট ২০১১

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সামরিক বেসামরিক গোয়েন্দা বাহিনী দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার মত ঘৃণ্য কাজ বন্ধ করতে হবে৷ সেজন্য একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচার চায় দেশের সাধারণ মানুষ৷

https://p.dw.com/p/12LH9
Awami League leader Suranjit Sengupta Date and Place: 26th November 2010, Dhaka, Bangladesh Copyright as it is described in the mail of our correspondent Haurn Ur Rashid Photo@ Harun Ur Rashid Swapan and DW is permited to use
সুরঞ্জিত সেনগুপ্তছবি: Harun Ur Rashid Swapan

বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ রোববার বলেছেন, বর্তমান সরকার ২১ আগষ্টের গ্রেনেড হামলার অধিকতর তদন্তের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করছে৷ তারেক রহমানসহ বিএনপির নেতাদের নাম জড়ানো হয়েছে৷ তিনি দাবি করেন, তাদের সময়ে জজ মিয়ার জবানবন্দির মাধ্যমেই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হয়েছিল৷ আজ এর জবাব দিয়েছেন আওয়ামী লীগ নেতা এবং আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি৷ তিনি বলেন, এই মামলায় চার্জশিট হয়েছে৷ তাই রাজনৈতিক বক্তব্য দেয়ার সুযোগ নেই৷ বিএনপিকে যা বলার আদালতে গিয়েই বলতে হবে৷ তিনি বলেন, সামরিক বেসামরিক গোয়েন্দা বাহিনী দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার মত ঘৃণ্য কাজ বন্ধ করতে হবে৷

অন্যদিকে আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ২১শে আগষ্টের গ্রেনেড হামলাসহ রমনা বটমূল, উদীচীর অনুষ্ঠানে বোমাহামলা, সিলেটে শাহজালাল মাজারে ব্রিটিশ হাইকমিশনাররের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা৷ আর মুফতি হান্নানসহ জঙ্গিদের লালন পালন করছে হাওয়া ভবন৷ রিমোট কন্ট্রোল ছিল তাদের হাতে, অভিযোগ তাঁর৷

তিনি জানান, এসব হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে৷ এদিকে ঈদের পর তারেক রহমানসহ পলাতক আসামিদের অনুপস্থিতিতেই ২১ আগষ্টের গ্রেনেড মামলার বিচারকাজ শুরু হবে বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক