একাদশ সংসদের প্রথম দুই অধিবেশন
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৮ সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন কি, করবেন না- এমন আলোচনা আর বিতর্কের মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল একাদশ জাতীয় সংসদের প্রথম দুই অধিবেশন৷ ছবি ঘরে দেখে নিন, যা ঘটেছে এই দুই অধিবেশনে৷
প্রথম অধিবেশন
আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর গত ৩০ জানুয়ারি ২০১৯ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়৷ ১১ মার্চ পর্যন্ত এই অধিবেশনে চলে ২৬ কার্যদিবস৷ ৩০০টির মধ্যে এই সংসদে আওয়ামী লীগের মোট আসন ২৫৯টি৷ আর বিরোধী দল জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন৷
চতুর্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভোটে নিরঙ্কুশ জয়ের পর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা৷ এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান ও সংসদ নেতা হলেন তিনি৷
বিরোধী দলীয় নেতা এরশাদ
মহাজোট সরকারের আগের মেয়াদে স্ত্রী রওশন এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ৷ একাদশ সংসদে বিরোধী দলীয় নেতা হয়েছেন তিনি নিজেই৷ আগেরবার জাপা বিরোধী দলের পাশাপাশি সরকারে থাকলেও এবার নেই৷
দ্বিতীয় মেয়াদে স্পিকার শিরীন শারমিন
দশম সংসদে দেশের প্রথম নারী স্পিকার পায় বাংলাদেশ৷ স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে সেই দায়িত্ব পেয়েছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী৷ একাদশ সংসদেও আইনের শিক্ষার্থী ড. শিরীনের উপরই আস্থা রাখে আওয়ামী লীগ৷
শপথ নিয়ে বহিষ্কার সুলতান মনসুর
নির্বাচিতরা শপথ নেবে না, এমন সিদ্ধান্তে ছিল ভোট ডাকাতির অভিযোগে করে আসা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট৷ কিন্তু প্রথম অধিবেশনের শেষের দিকে ৭ মার্চ শপথ নিয়ে ফেলেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ৷ ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন সাবেক এই আওয়ামী লীগ নেতা৷ শপথের কয়েক ঘণ্টার মধ্যে গণফোরাম থেকে বহিষ্কৃত হন তিনি৷
মোকাব্বিরও এলেন সংসদে
সুলতান মনসুরের পথ ধরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ২ এপ্রিল শপথ নেন গণফোরাম নেতা মোকাব্বির খান৷ পরে দল থেকে বহিষ্কার করা হয় জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে নির্বাচিত এই রাজনীতিককে৷ ঐক্যফ্রন্টের এই দুইজন শপথ নিলেও বিএনপির ছয়জন শপথের ক্ষেত্রে আগেই সিদ্ধান্তেই ছিলেন৷
দ্বিতীয় অধিবেশন, সংসদে বিএনপির জাহিদ
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরামে সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ গ্রহণ করলেও সে পথে না যেতে অনড় ছিল বিএনপি৷ কিন্তু সংসদের দ্বিতীয় অধিবেশন চলার মধ্যে ২৫ এপ্রিল শপথ নিয়ে ফেলেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ৷ দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আসে৷
হঠাৎ সিদ্ধান্ত বদল, সংসদে বিএনপি
জাহিদুর রহমান জাহিদ শপথ নেওয়ার পরও আগের সিদ্ধান্তে অনড় ছিল বিএনপি৷ অন্য সাংসদরা শপথ নেবেন কি-না, এমন গুঞ্জন আর বিতর্ক চলে৷ এদিকে পার হচ্ছিল প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথের সময়, যার শেষ দিন ছিল ২৯ এপ্রিল৷ ওইদিনই হঠাৎ সিদ্ধান্ত বদলে শপথ নিয়ে সংসদে যোগ দেন বিএনপির বাকী পাঁচ সংসদ সদস্যের চারজন৷ অন্যজন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ না করায় তাঁর আসনে উপ-নির্বাচন হবে৷
সংরক্ষিত আসনে রুমিন ফারহানা
প্রথম অধিবেশন চলার মধ্যে ২০ ফেব্রুয়ারি শপথ নেন আওয়ামী লীগ ও অন্য দল থেকে সংরিক্ষত নারী আসনের সাংসদরা৷ বিএনপির সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় দলটির প্রাপ্য একজনের নির্বাচন বাকী ছিল৷ বিএনপির সংসদ সদস্যরা শপথ নিলে সংরক্ষিত আসনে রুমিন ফারহানা পান৷ একক প্রার্থী হওয়ায় ২৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ব্যারিস্টার ফারহানা৷