বারবার দেখতে হয় যাঁদের
৩ নভেম্বর ২০১৬তাঁরা ট্রাফিক পুলিশ৷ হ্যাঁ, মানুষের পথ চলা নিরাপদ এবং ঝামেলামুক্ত করতে রোদ-বৃষ্টি-ঝড়ে অবিরাম কাজ করে যাওয়াই তাঁদের দায়িত্ব৷ বড় একঘেঁয়ে সে দায়িত্ব৷ দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা বাঁশি বাজিয়ে আর হাত নেড়েচেড়ে যানবাহন আর মানুষকে নিয়ম মানতে বাধ্য করা৷ নীচের এই ভিডিওর দশজন কিন্তু মোটেই এত বৈচিত্র্যহীন, একঘেঁয়েভাবে কাজটা করেন না৷ তাঁরা যানবাহন আর পথচারী সামলান রীতিমতো নেচে নেচে৷
তাঁদের নাচ দেখে গাড়ি চালাতে চালাতেই অনেকে বিস্মিত হয়ে বলে ওঠেন, ‘ওয়াও!' আবার কোনো ট্রাফিক পুলিশকে ‘মুনওয়াক' করতে দেখে কেউ কেউ চেঁচিয়ে বলে ওঠেন, ‘মাইকেল জ্যাকসন!'
মনের আনন্দে কাজ করে ট্রাফিক পুলিশের কাজটাকেও এতটাই আকর্ষণীয় করে তুলেছেন তাঁরা৷ সে কারণেই ‘টপ ড্যান্সিং ট্রাফিক কপস' শিরোনামে ভিডিও তৈরি করে ইউটিউবেও শেয়ার করা হয়েছে৷ দু'বছরে ভিডিওটি দেখা হয়েছে ১২ লক্ষ ১৪ হাজার ৩৬৭ বার!
এসিবি/ডিজি