1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

একদিনে নতুন আক্রান্ত ৩৫, মৃত্যু ৩ জনের

৬ এপ্রিল ২০২০

বাংলাদেশে একদিনে নতুন ৩৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ৷ এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে৷

https://p.dw.com/p/3aUfm
ফাইল ফটোছবি: DW/H. U. R. Swapan

ফলে সবমিলিয়ে বাংলাদেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১২৩৷ আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৷

অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডা. আজাদ৷

এক মাস আগে দেশে প্রথমবারের মতো করোনা সংক্রমণের খবর প্রকাশের পর একদিনে মৃত্যু ও আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা৷

ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার ঘণ্টা দেড়েক আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আক্রান্তের সংখ্যা ২৯ ও নতুন মৃত চার বলে জানিয়েছিলেন৷

সরকারি-বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এই তথ্য জানিয়েছিলেন৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)