চিরকুট এবং ভারতে সমকামী নারীদের পরিণতি
১৪ জুন ২০১৮এর মধ্য দিয়েই ভারতে সমকামীদের প্রকৃত করুণ চিত্র ফুটে উঠেছে৷ নদীতে ঝাঁপ দেওয়ার আগে আত্মহত্যাকারীরা চিরকুট লিখে গেছেন৷ সোমবার ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুজরাটের ওই ঘটনায় স্থানীয় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা অবশ্য কোনও তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন৷
বার্তা সংস্থা রয়টার্সে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, পুলিশ এমনকি চিরকুটের ব্যাপারটিও অস্বীকার করেছে৷
তারা জানিয়েছে আত্মহত্যাকারীদের চিরকুটে লেখা ছিল – ‘আমরা এই পৃথিবী ছেড়ে একে অপরের সাথে থাকার জন্য চিরতরে চলে যাচ্ছি৷ এ পৃথিবী আমাদের একসাথে থাকা গ্রহণ করে না৷'
অধিকারকর্মী অঞ্জলি হোপালান বলেন, ‘‘সমকামীদের মধ্যে বাই-সেক্সুয়াল, পুরুষ সমকামী, হিজড়াদের চেয়ে নারী সমকামীদের আত্মহত্যার প্রবণতাই বেশি৷''
তিনি বলেন, ‘‘পুরুষ সমকামীদের চেয়ে তারা অনেক বেশি খারাপ ও কঠিন জীবনযাপন করেন৷ পুরুষদের সমকামিতা তাদের চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে৷ নারীদের যৌনতা নিয়ে ভারতে খুব স্বল্পই কথা হয়৷ ফলে এটি নারী সমকামীদের জন্য পরিস্থিতিকে আরও জটিল করেছে৷''
ভারতে সমকামীদের সংখ্যা নিয়ে কোনও পরিসংখ্যান নেই৷ তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে ২৫ লাখ মানুষ নিজেদের সমকামী বলে দাবি করেছেন৷
এরমধ্যে নারী সমকামীরা দুই ধরনের বৈষম্যের শিকার হন৷ প্রথমত, তারা পুরুষতান্ত্রিকতার শিকার হন এবং দ্বিতীয়ত তাদের ‘সমকামী' আচরণের জন্য৷
২০০৯ সালের জুলাই মাসে দিল্লি হাইকোর্টের একটি রায়ে সমকামিতা অপরাধের আওতায় পড়ে না বলে রায় দিলেও ২০১৩ সালে পুনরায় সমকামিতাকে অবৈধ ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট৷
যদিও এই আইনটি প্রয়োগ করা হয় কমই, কিন্তু এর দ্বারা সমকামীরা প্রতারণা ও নিপীড়ণের শিকার হন৷ শহরের বাইরে সমকামীরা সহিংস আক্রমণ, নৃশংসতা, এমনকি মৃত্যুর পর্যন্ত শিকার হন৷
হিজড়া অধিকার রক্ষাকর্মী মায়া উর্মি আহের বলেন, ‘‘গ্রামাঞ্চলে ‘সংশোধনমূলক ধর্ষণে'র ব্যাপারটি পুরোদস্তুর চালু রয়েছে এবং এটি অনেকগুলো কারণের মধ্যে একটি যে কারণে নারীরা কথা বলতে সাহস পান না৷''
তিনি বলেন, ‘‘নারীদের পারিবারিক দায়িত্ব ও সন্তানদের কথা চিন্তা করে৷ এ ধরনের ধর্ষণের খবর খুব কমই গণমাধ্যমে প্রচার করে পরিবার৷ কেননা, যারা এ খবরগুলো নিয়ে আসেন তারা হয় ওই নারীর স্বামী হন, কিংবা ভাই বা বাবা৷ এ ব্যাপারে অপরাধের তুলনায় আইনি প্রয়োগ খুবই হাস্যকর পর্যায়ে রয়েছে৷''
এইচআই/ডিজি (রয়টার্স)