জি-সেভেন ও উদ্বাস্তু সংকট
২৭ মে ২০১৬জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল স্বয়ং ঘোষণা করেন যে, ইরাককে ৩.৬ বিলিয়ন ইউরো আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই অর্থ মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম, ও সেই সঙ্গে অভিবাসনের কারণগুলি রোধ করার জন্য ব্যবহার করা হবে৷ অন্যভাবে বলতে গেলে, ইরাক এই অর্থে তার আর্থিক সমস্যাগুলির মোকাবিলা করতে পারবে ও অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে যেতে পারবে৷ জি-সেভেন-এর উল্লেখ করা অঙ্কটির মধ্যে জার্মানির পূর্বঘোষিত ৫০ কোটি ইউরো অন্তর্ভুক্ত৷
ইসে-শিমার পরিবেশ থেকে বহুদূরে ইউরোপ যুঝছে উদ্বাস্তু সমস্যার বাস্তবিক ও দৈনন্দিন ট্র্যাজেডিগুলির সঙ্গে৷ ম্যাসিডোনিয়া সীমান্তে ইডোমেনি উদ্বাস্তু শিবির এখন পুরোপুরি খাল, কিন্তু ফ্রান্সের ক্যালের ‘‘জঙ্গল'' থেকে পাওয়া যাচ্ছে আফগান আর সুদানি উদ্বাস্তুদের মধ্যে সংঘর্ষের খবর৷
অপরদিকে ইটালির উপকূলরক্ষী বাহিনী জানাচ্ছে, বৃহস্পতিবার মাত্র একটি দিনে ২২টি পৃথক অভিযানে ভূমধ্যসাগর থেকে প্রায় চার হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে৷ বুধবার একটি উদ্বাস্তু-বোঝাই নৌকা উপকূলরক্ষীদের চলন্ত ক্যামেরার সামনে যেভাবে উলটে যায়, তার ভিডিও এখন ভাইরাল৷ নৌকাডুবির কিছু উদ্ধারকৃত উদ্বাস্তু ইটালীয় নৌবাহিনীর একটি টহলদারি জাহাজে করে সিসিলি পৌঁছেছেন৷
বুধবারের নৌকাডুবিতে অন্তত পাঁচজন প্রাণ হারান৷ অপর একটি ঘটনায় লিবিয়ার উপকূলে বিশটি লাশ ভাসতে দেখার খবর দেয় ইউরোপীয় ইউনিয়নের ভূমধ্যসাগর ত্রাণ অভিযান৷ লিবিয়ার উপকূল জুড়ে উদ্বাস্তুরা ইউরোপে আসার পন্থা খুঁজছেন৷
এসি/এসবি (এএফপ, ডিপিএ, এপি)