উদ্বাস্তু শিবিরে রমজান
রোজার মাস শুরু হয়েছে৷ এথেন্সের বাইরে রিৎসোনা ক্যাম্পে প্রায় ৮০০ উদ্বাস্তু৷ সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আগত মানুষরা কিভাবে রোজা রাখলেন, তাই নিয়ে জোডি হিলটনের ছবিঘর৷
কোরান তেলাওয়াত
গোটা পরিবার যে তাঁবুতে থাকে, তার বাইরে বসে কোরান পাঠ করছেন আফগানিস্তান থেকে আসা ফরিদা৷ ইফতারের আগ পর্যন্ত তিনি কোরান তোলাওয়াত করবেন৷
ইফতারের প্রস্তুতি
একো ১০০ স্বেচ্ছাসেবী সংগঠনের স্টেফানি পোপ (বাঁদিকে) দামেস্ক থেকে আসা উদ্বাস্তু সুলেইমান জনিদকে সঙ্গে নিয়ে ব্যাগে খেজুর ভরছেন, কেননা প্রথা অনুযায়ী রোজাদাররা পানি ও খেজুর দিয়ে ইফতার শুরু করেন৷
অপ্রত্যাশিত দান
সিরিয়া থেকে আগত দুই কিশোর যে বাক্সগুলি নামাতে সাহায্য করছে, সেগুলি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে৷ আমিরাত কিছুটা অপ্রত্যাশিতভাবেই রিৎসোনা শিবিরে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে, - সেই সঙ্গে ১০০ কিলো খেজুর৷
রমজানের স্পেশালিটি
স্বেচ্ছাসেবীরা ‘ভাঁড়ারঘরে’ রমজানের খাবার বিলোচ্ছেন, সেই সঙ্গে আইরান বা তুর্কি ঘোল, খেজুর ও ডালিমের রস৷
বাইরেই রান্না
রান্নাঘর না থাকলে কি হয়েছে, সিরিয়ার কামিশলো থেকে আসা উদ্বাস্তু নাজা হুরু কাঠের চুলোয় ভাত রাঁধছেন পরিবারের নয়জন সদস্যের জন্য৷
ছেলেখেলা
নাজা-র জামাই হাসান রসুল চার ছেলের বাবা; কাছের এক তাঁবুতে গান বাজছে, তার তালে তালে ছেলে রসুলকে নেচে দেখাচ্ছেন হাসান৷
ইফতার
নাজা’র পরিবারের ইফতারে আছে ভাত, টিনের সুরুয়া, স্যালাড আর গ্রিকদের কাছ থেকে পাওয়া বেগুন দিয়ে তৈরি তরকারি৷
নামাজের সময়
একটি পরিত্যক্ত বাড়িতে অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে৷ সেখানে তাকে কোরান শরীফ রাখছেন এক মহিলা৷
দিনের শেষে
রিৎসোনা ক্যাম্পে রাত নেমেছে৷ শিবিরে আলো জ্বলছে৷এক রোজাদার তাঁবুর বাইরে নামাজ পড়ছেন৷