হামলা করতে পারে উত্তর কোরিয়া
১০ এপ্রিল ২০১৩তাই দক্ষিণ কোরিয়া এবার ‘ওয়াচকন ৩'কে দুই'এ উন্নীত করেছে৷ ওয়াচকন হচ্ছে একটা মানদণ্ড যেটা পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা দেয়৷ যেমন উত্তর ও দক্ষিণের মধ্যে শান্তিপূর্ণ অবস্থানের সময় থাকে ওয়াচকন ৪৷ এরপর কিছুটা উত্তেজনা তৈরি হলে থাকে ওয়াচকন ৩৷ আর এবার যেহেতু উত্তেজনাটা আরেকটু বেশি বলে মনে করছে সৌল তাই উত্তোলন করা হয়েছে ওয়াচকন ২৷ ওয়াচকন ১ মানে হচ্ছে যুদ্ধ চলছে৷
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, ‘‘এখন থেকে যে কোনো সময় উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে৷''
দক্ষিণের গোয়েন্দারা বলছেন, পিয়ং ইয়ং ইতিমধ্যে দুটো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে৷ তাদের ধারণা, এখন থেকে ১৫ তারিখের মধ্যে যে কোনো সময় এগুলো নিক্ষেপ করা হতে পারে৷ ১৫ তারিখ হলো সাবেক উত্তর কোরীয় নেতা কিম ইল সুং এর জন্মদিন৷
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের এই আশংকা আরও সঠিক মনে হতে পারে যখন জানা যায় যে, বন্ধুরাষ্ট্র চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া৷
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এর আশঙ্কা, কোরীয় উপত্যকার পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন৷ আর বৃহস্পতিবার তিনি কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে৷
জেডএইচ/এসবি (এএফপি)