উত্তর কোরিয়া
১৬ জুলাই ২০১২শারীরিক ‘অসুস্থতা'র কারণ দেখিয়ে ৬৯ বছর বয়সি সেনাপ্রধান রি ইয়ং-হো'কে তাঁর পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে৷ এছাড়া ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন' এর ভাইস-চেয়ারম্যানের পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে রি'কে৷
‘ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া'র পলিটব্যুরোর রবিবারের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে সোমবার জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ৷
কিন্তু আসলেই কি কারণ অসুস্থতা? বার্তা সংস্থা রয়টার্স বলছে, উত্তর কোরিয়ায় কাউকে অব্যাহতি দেয়া হলে সাধারণত অসুস্থতাকেই কারণ হিসেবে দেখানো হয়৷
দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলের ‘ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়ান স্টাডিজ' এর অধ্যাপক ইয়াং মু-জিন মনে করছেন, রি, হয় তরুণ কিম জং-উনের অপছন্দের কারণ হয়ে উঠেছিলেন, নয়তো অন্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে পেরে উঠছিলেন না৷ তাই তাঁকে সরে যেতে হয়েছে৷
সেজং ইনস্টিটিউটের এক বিশেষজ্ঞ পাইক হাক-সুন বলছেন, উন মনে হয় সেনাবাহিনীর উপর তাঁর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাইছেন৷ তাই তিনি বাবার সময়কার রি'কে সরিয়ে সেখানে অপেক্ষাকৃত কম বয়সি কাউকে বসাতে চাইছেন, যেন নিয়ন্ত্রণ ধরে রাখাটা সহজ হয়৷
সেজং ইনস্টিটিউটের আরেক বিশেষজ্ঞ চেওং সেওং-চ্যাং'এর ধারণা, সেনাবাহিনীর উপর ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিবাদ করেছিলেন রি৷ তাই তাঁকে সরিয়ে দেয়া হলো৷ উল্লেখ্য, উনের বাবার সময়ে সেনাবাহিনী বেশ ক্ষমতা অর্জন করেছিল৷ জানা যায়, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সদস্যসংখ্যা প্রায় ১২ লক্ষ৷ সে হিসেবে এটা বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী৷
রবিবার সেনাপ্রধান রি'কে অসুস্থ বলা হলেও মাত্র সপ্তাহখানেক আগেই তাঁকে কিম জং-উনের দাদা কিম ইল সুং'এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে৷ উন'ও উপস্থিত ছিলেন সেখানে৷
এছাড়া উত্তর কোরিয়ার নেতৃত্ব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় গত মার্চে দক্ষিণ কোরিয়ার নেতাদের ‘পাগলা কুকুর' বলেছিলেন রি৷ আর দক্ষিণের বিরুদ্ধে ‘পবিত্র যুদ্ধ' ঘোষণা করেছিলেন৷
রি'কে সরিয়ে দেয়ার পর দক্ষিণ কোরিয়া উত্তরের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে৷
উল্লেখ্য, মাত্র সপ্তাহ খানেক আগেই অজানা এক তরুণীকে নিজের পাশে দাঁড় করিয়ে সরকারি অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন উন৷
জেডএইচ / এসবি (এএফপি)