1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশেষ নিরাপত্তা

১১ আগস্ট ২০১২

ঈদে ৫০ লাখেরও বেশি মানুষ গ্রামের বাড়ি যাবেন৷ তাই এবার ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেবে পুলিশ৷ যাতে সংযুক্ত করা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাপার্টমেন্টের বেসরকারি নিরাপত্তা সদস্যদেরও৷

https://p.dw.com/p/15nk6
ছবি: picture-alliance/dpa

বাংলাদেশে ঈদের ছুটি তিন দিন হলেও, এবার তার সঙ্গে দু'দিন সাপ্তাহিক ছুটি, জাতীয় শোক দিবসের ছুটি নিয়ে টানা ৮ থেকে ১০ দিন ছুটি পাওয়া যাচ্ছে৷ তাই রাজধানীর মানুষ প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে আগে থেকেই শহর ছাড়ছেন৷ আর এই দীর্ঘ ছুটির কারণে এবার আগের তুলনায় অনেক বেশি মানুষ রাজধানী ছেড়ে ঢাকার বাইরে যাবেন বলে ধারণা করছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা৷

তাই তাঁরা ফাঁকা রাজধানীর নিরাপত্তায় নিচ্ছেন বাড়তি ব্যবস্থা৷ ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, লোক কম থাকার সুযোগে বাসাবাড়িতে চুরি, ডাকাতি এবং ফাঁকা রাস্তায় যাতে ছিনতাই বেড়ে না যায় সেজন্য তাঁরা একটি নিরাপত্তা বলয় গড়ে তুলবেন৷ সাদা পোশাকে পুলিশ সদস্যরাও কাজ করবেন ঐ ক'টা দিন৷

এই নিরপত্তা বলয় তৈরিতে তাঁরা এবার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীদেরও কাজে লাগাবেন৷ আর যাঁরা ঢাকা ছেড়ে গ্রামে যাবেন, তাঁদেরও কিছু দায়িত্বের কথা মনে করিয়ে দিলেন উপ-কমিশনার মনিরুল ইসলাম৷ তিনি ফাঁকা বাসায় অন্তত একটি লাইট জ্বালিয়ে রেখে যাওয়ার কথা বলেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য