ইয়াসে বিপর্যস্ত বালেশ্বর
২৬ মে ২০২১সকাল সওয়া নয়টা। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ল ওড়িশার বালেশ্বরে। শুরু হলো প্রায় ১৫৫ কিলোমিটার বেগে ঝড়। ভিডিওতে দেখা গেছে, সেই ঝড়ের তাণ্ডব। মুহূর্তের মধ্যে গাছের সব ডালপালা উড়ে চলে গেল। মনে হলো, কেউ যেন মুড়িয়ে দিল গাছটাকে। কাঁচা বাড়ি ভেঙে পড়ল। সঙ্গে প্রবল বৃষ্টি।
কিছুক্ষণের মধ্যেই বালেশ্বর শহরের রাস্তায় কোমর সমান জল দাঁড়িয়ে গেল। গাছ চাপা পড়ে একটি বছর ছয়েকের বাচ্চা মারা গেছে। বালেশ্বরের ভিতরের সব রাস্তা গাছ পড়ে বন্ধ। বাইরে যাওয়ার সড়কও গাছ পড়ে বন্ধ। রাস্তার দুই পাশে মাঠঘাট সব জলে ভরা। কাঁচা বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।
অনেক বাড়ির চাল উড়ে গেছে। সাড়ে তিন ঘণ্টা ধরে তাণ্ডব চলেছে। বালেশ্বর, ধামড়া, ভদ্রক সহ ওড়িশার বিস্তীর্ণ এলাকা ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়েছে। জগতসিংপুরেও ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)