ইহুদিবিদ্বেষ ঠেকাতে যুক্তরাষ্ট্রে টাস্কফোর্স
৬ মার্চ ২০২৩২০২১ সালে যুক্তরাষ্ট্রে দিনে গড়ে সাতটি ইহুদিবিদ্বেষী ঘটনা ঘটেছে, যা সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ৷ ২০২২ সালে সংখ্যাটি আরও বেশি হবে বলে আশঙ্কা করছে ইহুদিবিদ্বেষ নিয়ে কাজ করা সংগঠন অ্যান্টি-ডিফামেশন লিগ৷
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘‘মার্কিন সমাজে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই৷'' তার প্রশাসন ২০২২ সালের শেষে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে৷ এর কাজ হবে ইহুদিবিদ্বেষ ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় কৌশলপত্র তৈরি করা৷
‘অ্যামেরিকান ইহুদি কমিটি' ও হোয়াইট হাউস সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের ইহুদিবিদ্বেষ বিষয়ক দূতের কাছে অ্যামেরিকায় ইহুদিবিদ্বেষ সমস্যা দূর করতে পরামর্শ চেয়েছিল৷
জার্মানির ইহুদিবিদ্বেষ বিষয়ক কমিশনার ফেলিক্স ক্লাইন বলেন, বাক-স্বাধীনতা বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান বেশ উদার - ইহুদিবিদ্বেষ মোকাবিলায় যা একটি চ্যালেঞ্জ৷ জার্মানিতে হলোকস্টকে অস্বীকার করলে সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে৷ অস্ট্রিয়ায়ও একই ধরনের আইনের আওতায় লেখক ডেভিড আর্ভিংকে ২০১৯ সালে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল৷ কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এমন উদাহরণের কথা শোনা যায় না বলে জানান ক্লাইন৷
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক সিনাগগে হামলায় ১১ জন নিহত হয়েছিলেন৷ এটিই সে দেশে ইহুদিবিদ্বেষ বিষয়ক সবচেয়ে প্রাণঘাতী ঘটনা৷
মিশায়েলা ক্যুফনার, ওয়াশিংটন/জেডএইচ