1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যাশট্যাগ ‘নট ইন মাই নেম’

আরাফাতুল ইসলাম১৯ সেপ্টেম্বর ২০১৪

ইসলাম বা মুসলমানদের নামে জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর কর্মকাণ্ডের প্রতিবাদ টুইটারে শুরু হয়েছে নতুন এক প্রচারণা৷ হ্যাশট্যাগ ‘নট ইন মাই নেম’ ব্যবহার করে টুইট করছেন অসংখ্য মানুষ৷

https://p.dw.com/p/1DFak

লন্ডনভিত্তিক অ্যাক্টিভ চেইঞ্জ ফাউন্ডেশন (এসিএফ) শুরুটা করেছে৷ আইএস বা আইসিস কর্তৃক এক ব্রিটিশ নাগরিককে হত্যার ভিডিও প্রকাশ এবং অপর এক ব্যক্তিকে জিম্মি করার খবর প্রকাশের পর শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা৷ খুব দ্রুতই এতে সাড়া মেলে৷ মূলত তরুণ ব্রিটিশ মুসলমানরা এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন৷ ফলে গত ২৪ ঘণ্টায় (জার্মান সময় শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত) ইংরেজি হ্যাশট্যাগ #নটইনমাইনেম ব্যবহার হয়েছে সাত হাজারের বেশি বার৷

‘নটইনমাইনেম' নামে রয়েছে টুইটার অ্যাকাউন্টও৷ ১৬ সেপ্টেম্বর এই অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয় এসিএফ-এর তৈরি একটি ভিডিও, যেখানে মুসলিম তরুণ-তরুণীরা আইএস-এর কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন৷

গ্রাহাম টমলিন নামক একজন টুইটার ব্যবহারকারী জিহাদিদের বিরুদ্ধে সাধারণ মুসলমানদের এই প্রতিবাদে সন্তুষ্ট প্রকাশ করেছেন৷ তাঁর টুইটটি রিটুইটও করেছেন কয়েকজন৷

আমির - কাশ্মীরের টুইট অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে একটি ছবি৷ সঙ্গে থাকা টেক্সটে লেখা হয়েছে, তরুণ ব্রিটিশ মুসলামনদের দেখুন যারা আইএস-কে প্রত্যাখান করেছে ‘নট ইন মাই নেম' প্রচারণার মাধ্যমে৷

হ্যাশট্যাগটির ব্যবহার শুধু মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ ট্রিপস্টার আনিকিল নামে টুইটারে এক ব্যক্তি লিখেছেন, ‘‘আমি নিজে মুসলমান নই৷ তবে আমি অন্য সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করি৷ এবং ‘নট ইন মাই নেম' ক্যাম্পেইনের প্রতি সমর্থন জানাচ্ছি৷''

আইজার আমদানের এ সংক্রান্ত একটি টুইট পুনরায় টুইট করা হয়েছে ৪৬ বার৷ তিনি লিখেছেন, ‘‘আইসিস ইসলামের প্রতিনিধিত্ব করে না৷ আমরা তাদের নিন্দা জানাই৷''

ইসলাম সহিংসতার ধর্ম নয় জানিয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন আইয়াজ তাজ৷ তিনি লিখেছেন, ‘‘আমি এই জঙ্গিদের আমার ধর্ম কলঙ্কিত করতে দেবো না৷''

উল্লেখ্য, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইতোমধ্যে ইরাক এবং সিরিয়ার বেশ কিছু অংশ দখল করেছে৷ সম্প্রতি তারা দুই মার্কিন এবং একজন ব্রিটিশ নাগরিককে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে৷ তাদের ধ্বংসে ইরাকে বিমান হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য